জিম্বাবুয়ের টেস্ট ক্রিকেটারদের শতরানের তালিকা

উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ

ক্রিকেট খেলায় সেঞ্চুরি বুঝাতে একজন ব্যাটসম্যানের এক ইনিংসে ১০০ বা তদূর্ধ্ব রান সংগ্রহ করাকে বুঝায়।[১] মার্চ, ২০১৬ সাল পর্যন্ত সর্বমোট ১৯জন জিম্বাবুয়ের ক্রিকেটার টেস্ট ক্রিকেটে এ কৃতিত্ব অর্জন করেছেন। তন্মধ্যে ডেভিড হটন সর্বোচ্চ ২৬৬ রান করেছেন। কোন খেলোয়াড়ই ত্রি-শতক হাঁকাতে পারেননি।[২]

নির্দেশিকা সম্পাদনা

  • * ব্যাটসম্যানের অপরাজিত থাকাকে নির্দেশ করে।
  • ২০০ ইনিংসে ২০০ বা ততোধিক রান করাকে নির্দেশ করে।
  • ৩০০ ইনিংসে ২০০ বা ততোধিক রান করাকে নির্দেশ করে।
  • সর্বোচ্চ রান খেলোয়াড়ের সর্বোচ্চ রান করাকে নির্দেশ করে।
  • অভিষেক সেঞ্চুরিতারিখ বুঝাতে খেলোয়াড়ের প্রথম সেঞ্চুরিকে বুঝায়।[৩]
নং খেলোয়াড় ১০০ ২০০ ৩০০ সর্বোচ্চ রান অভিষেক সেঞ্চুরি তারিখ
ডেভিড হটন ২৬৬ ১২১ ব ভারত, হারারে স্পোর্টস ক্লাব ১৮ অক্টোবর ১৯৯২
কেভিন আরনট ১০১* ১০১* ব নিউজিল্যান্ড, বুলাওয়ে অ্যাথলেটিক ক্লাব ১ নভেম্বর ১৯৯২
অ্যান্ডি ফ্লাওয়ার ১২ ২৩২* ১১৫ ব ভারত, ফিরোজ শাহ কোটলা মাঠ, দিল্লি ১৩ মার্চ ১৯৯৩
গ্রান্ট ফ্লাওয়ার ২০১* ২০১* ব পাকিস্তান, হারারে স্পোর্টস ক্লাব ৩১ জানুয়ারি ১৯৯৫
গাই হুইটল ২০৩* ১১৩* ব পাকিস্তান, হারারে স্পোর্টস ক্লাব ৩১ জানুয়ারি ১৯৯৫
পল স্ট্র্যাং ১০৬* ১০৬* ব পাকিস্তান, শেখুপুরা স্টেডিয়াম ১৭ অক্টোবর ১৯৯৬
মারে গুডউইন ১৬৬* ১৬৬* ব পাকিস্তান, কুইন্স স্পোর্টস ক্লাব, বুলাওয়ে ১৮ মার্চ ১৯৯৮
নিল জনসন ১০৭ ১০৭ ব পাকিস্তান, আরবাব নিয়াজ স্টেডিয়াম, পেশোয়ার ২৭ নভেম্বর ১৯৯৮
অ্যালিস্টেয়ার ক্যাম্পবেল ১০৩ ১০২ ব ভারত ভিসিএ গ্রাউন্ড, নাগপুর ২৫ নভেম্বর ২০০০
১০ হ্যামিল্টন মাসাকাদজা ১১৯ ১১৯ ব ওয়েস্ট ইন্ডিজ হারারে স্পোর্টস ক্লাব ২৭ জুলাই ২০০১
১১ ট্রেভর গ্রিপার ১১২ ১১২ ব বাংলাদেশ চট্টগ্রাম স্টেডিয়াম ১৫ নভেম্বর ২০০১
১২ ক্রেগ উইশার্ট ১১৪ ১১৪ ব বাংলাদেশ চট্টগ্রাম স্টেডিয়াম ১৫ নভেম্বর ২০০১
১৩ স্টুয়ার্ট কার্লাইল ১১৮ ১১৮ ব অস্ট্রেলিয়া, সিডনি ক্রিকেট গ্রাউন্ড ১৭ অক্টোবর ২০০৩
১৪ হিথ স্ট্রিক ১২৭* ১২৭* ব ওয়েস্ট ইন্ডিজ, হারারে স্পোর্টস ক্লাব ৪ নভেম্বর ২০০৩
১৫ মার্ক ভার্মুলেন ১১৮ ১১৮ ব ওয়েস্ট ইন্ডিজ, কুইন্স স্পোর্টস ক্লাব, বুলাওয়ে ১২ নভেম্বর ২০০৩
১৬ তাতেন্দা তাইবু ১৫৩ ১৫৩ ব বাংলাদেশ, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা ১৪ জানুয়ারি ২০০৫
১৭ ব্রেন্ডন টেলর ১৭১ ১০৫* ব বাংলাদেশ, হারারে স্পোর্টস ক্লাব ৪ আগস্ট ২০১১
১৮ টিনো ময়ুয়ু ১৬৩* ১৬৩* ব পাকিস্তান, কুইন্স স্পোর্টস ক্লাব, বুলাওয়ে ১ সেপ্টেম্বর ২০১১
১৯ রেজিস চাকাভা ১০১ ১০১ ব বাংলাদেশ, শেখ আবু নাসের স্টেডিয়াম, খুলনা ৩ নভেম্বর ২০১৪

তথ্যসূত্র সম্পাদনা

  1. Williamson, Martin। "A glossary of cricket terms"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৪  Refer to entry for ton.
  2. "Statistics / Statsguru / Test matches / Batting records / Zimbabwe test century scorers"। ESPN Cricinfo। 
  3. "Statistics / Statsguru / Test matches / Batting records / Zimbabwe test century innings by innings list"। ESPN Cricinfo। 

আরও দেখুন সম্পাদনা