জিতেন্দ্র চৌধুরী

ভারতীয় রাজনীতিবিদ

জিতেন্দ্র চৌধুরী ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র একজন সদস্য  এবং তিনি পূর্ব ত্রিপুরা (লোকসভা কেন্দ্র) থেকে ভারতের সাধারণ নির্বাচন, ২০১৪  -এ জয় লাভ করেন । [১]

জিতেন্দ্র চৌধুরী
ভারতীয় সংসদ সদস্য
কাজের মেয়াদ
২০১৪ – ২০১৯
পূর্বসূরীবাজুবন রিয়াং
উত্তরসূরীরেবতী ত্রিপুরা
সংসদীয় এলাকাপূর্ব ত্রিপুরা
বিধায়ক
কাজের মেয়াদ
১৯৯৩ – ২০১৪
সংসদীয় এলাকামনু (বিধান সভা নির্বাচনক্ষেত্র)
বন ও শিল্প, বাণিজ্য, ক্রীড়া মন্ত্রী
কাজের মেয়াদ
১৯৯৩ – ২০১৪
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1958-06-27) ২৭ জুন ১৯৫৮ (বয়স ৬৫)
রাজনৈতিক দলভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)  
দাম্পত্য সঙ্গীশ্রীমতি মনীষা দেববর্মা

২০১৮ সালে ২২ তম কমিউনিস্ট পার্টি কংগ্রেসে তিনি কেন্দ্রীয় কমিটির সদস্য হিসাবে নির্বাচিত হয়েছিলেন। তিনি দলের আদিবাসী শাখা জিএমপির বর্তমান সভাপতি। তিনি দলের কৃষক শাখা সর্বভারতীয় কৃষক সভা-এর যুগ্ম-সচিবও রয়েছেন। তিনি ত্রিপুরা ও ভারতের উপজাতি সম্প্রদায়ের বিষয়ে বিভিন্ন বিষয় উত্থাপন করছেন।

আরো দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Constituencywise-All Candidates"। Eciresults.nic.in। ২০১৪-০৫-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৫-১৭