জিও ইংলিশ
পাকিস্তানী টেলিভিশন চ্যানেল
জিও ইংলিশ ছিল জিও টিভি নেটওয়ার্ক মালিকানাধীন পাকিস্তানি ইংরেজি-ভাষার টেলিভিশন চ্যানেল। ২০০৮ সালের অক্টোবরে চ্যানেলটি বন্ধ হওয়ার আগ পর্যন্ত করাচিতে পরীক্ষামুলক সম্প্রচার শুরু করেছিল। চ্যানেলটিতে ওয়াইজ তৌহিদ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এটির সর্বশেষ সংবাদ বুলেটিন সম্প্র্রচারিত হয়েছিল ২০০৮ সালের ২৩ অক্টোবর। বেশ কিছু কর্মচারী
জিও ইংলিশ GEO English | |
---|---|
নেটওয়ার্ক | জিও টিভি |
চিত্রের বিন্যাস | ৪:৩ (৫৭৬আই, এসডিটিভি) |
দেশ | পাকিস্তান |
বিশ্বব্যাপী আর্থিক সঙ্কটের কারণ দেখিয়ে জিও ইংরেজি চ্যানেলটি বন্ধ করে দেওয়া হয়। সর্বশেষে চ্যানেলটি ২০১৩ সালে জিও তেজ নাম নিয়ে পুনরায় চালু করা হয়।
তথ্যসূত্র
সম্পাদনা- Govt not to issue licence to Geo English ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৩ মে ২০০৮ তারিখে, The News, 12 May 2008
- PEMRA awards license to Geo English, other channels[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ], The News, 16 June 2008