জার্নি টু মক্কা

২০০৯-এর চলচ্চিত্র

জার্নি টু মক্কাঃ ইন দ্যা ফুটস্টেপস্ অফ ইবনে বতুতা[২] (ইংরেজি: Journey to Mecca: In the footsteps of Ibn Batutta; বাংলা: মক্কা ভ্রমণ: ইবন বতুতার পদাঙ্কে) হল ন্যাশনাল জিওগ্রাফি সহ-প্রযোজিত এবং এসকে ফিল্মস প্রযোজিত একটি আইম্যাক্স (জায়ান্ট স্ক্রিন) নাটকীয় প্রামাণ্যচিত্র, যেখানে বিখ্যাত মুসলিম ভ্রমণকারী ইবনে বতুতার ১৩২৫ সালে নিজ দেশ মরোক্কো থেকে পবিত্র হজ্জের উদ্দেশ্যে মক্কা ভ্রমণের সত্য জীবনঘটনা রুপায়িত হয়েছে।

জার্নি টু মক্কা
প্রচারণামূলক সিনেমার পোস্টার
চলচ্চিত্রের জন্য প্রোমোশনাল পোস্টার
পরিচালকব্রুস নেইবর
প্রযোজকতারান দেভিস
দোমিনিক কামিংহাম-দেব
জনাথন বার্কার
রচয়িতাকার্ল নটসন
ব্রুস নেইবর
তাহির শাহ
শ্রেষ্ঠাংশেচেমস এডিন জিনুন
হাশাম গ্যান্সি
নাবিল ইলোয়াহাবি
নাদিম সুয়ালহা
বর্ণনাকারীবেন কিংসলি
সুরকারমাইকেল ব্রুক (মৌলিক)
চিত্রগ্রাহকআফসিন জাভাদি
গাসেম ইব্রাহিমিয়ান
রাফি মুহাম্মদ
পরিবেশকএসকে ফিল্মস
ন্যাশনাল জিওগ্রাফি
মুক্তি
  • ৭ জানুয়ারি ২০০৯ (2009-01-07)
স্থিতিকাল৪৫ মিনিট
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি
আরবি
নির্মাণব্যয়$১৩ মিলিয়ন[১]

খ্যাতিমান ধারাবর্ণনাকারী ও অভিনেতা বেন কিংসলির ধারাবর্ণনায় এবং মুলচরিত্রে মরোক্কো বংশোদ্ভুত নবাগত অভিনেতা চেমস এডিন জিনুনের অভিনয়ে, প্রামাণ্যচিত্রটিতে ইবনে বতুতার স্বরচিত রিহিলা নামক ভ্রমণ গ্রন্থের বর্ণনা অনুসরণে মক্কার উদ্দেশ্যে তার ভ্রমণ এবং ভ্রমণপথের প্রথম আঠারোোমাসের ঘটনাবলি প্রদর্শন করা হয়, যার মাঝে তৎকালীন পালিত হজ্জের অনুকরণে বেশ কিছু দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে।

মরোক্কো ও সৌদি আরবে আরবি ও ইংরেজি ভাষায় প্রামাণ্যচিত্রটির দৃশ্যধারণ হয়। এছাড়াও, প্রামাণ্যচিত্রটিতে আফ্রিকার ভাষাসমূহের মাঝে মরোক্কোর বার্বার জাতির মাঝে প্রচলিত কথ্য ভাষার উচ্চারণশৈলীর অনুকরণে ইংরেজি ভাষায় ধারাবর্ণনা করা হয়েছে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. McNeil Jr., Donald G. (২০০৯-০২-১৩)। "The Long, Dusty Trek Toward Tolerance"New York Times। সংগ্রহের তারিখ ২০০৯-০৮-২৭ 
  2. Staff। "Journey to Mecca"। Cosmic Picture। সংগ্রহের তারিখ ২০০৮-০৯-২৩ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ সম্পাদনা

]