জামিয়া ইসলামিয়া দারুল হাদিস রাজাগঞ্জ ইউনিয়ন

সিলেট জেলার একটি কওমি মাদ্রাসা

জামিয়া ইসলামিয়া দারুল হাদিস রাজাগঞ্জ ইউনিয়ন (সংক্ষেপে রাজাগঞ্জ মাদ্রাসা) পূর্ব সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নে অবস্থিত একটি কওমি মাদ্রাসা। স্থানীয় ধর্মানুরাগী আবদুল মান্নান ১৯৩০ সালে এ মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। ১৯৮০ সালে বিশিষ্ট আলেম জাওয়াদ হােসাইন মাদ্রাসায় যোগদান করলে এখানে দাওরায় হাদিস (মাস্টার্স) চালু করা হয়। ২০১৮ সালে মাদ্রাসার ছাত্রসংখ্যা ছিল ৬০০ এবং শিক্ষক ২৫ জন। বর্তমান মাদ্রাসার মহাপরিচালক মমতাজ উদ্দিন লামাপাড়ী।

জামিয়া ইসলামিয়া দারুল হাদিস রাজাগঞ্জ ইউনিয়ন
ধরনকওমি মাদ্রাসা
স্থাপিত১৯৩০ ইং[১][২][৩]
প্রতিষ্ঠাতাআবদুল মান্নান
মূল প্রতিষ্ঠান
দারুল উলুম দেওবন্দ
অধিভুক্তিআল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ
ধর্মীয় অধিভুক্তি
ইসলাম
আচার্যমমতাজ আলী লামাপাড়ী
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
২৫ (২০১৮)
শিক্ষার্থী৬০০ (২০১৮)
অবস্থান
শিক্ষাঙ্গনপৌরসভা
সংক্ষিপ্ত নামরাজাগঞ্জ মাদ্রাসা

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. গোলাম ছরোয়ার, মুহাম্মদ (নভেম্বর ২০১৩)। "বাংলা ভাষায় ফিকহ চর্চা (১৯৪৭-২০০৬): স্বরূপ ও বৈশিষ্ঠ্য বিচার"ঢাকা বিশ্ববিদ্যালয়: ৩১৭। ২৭ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ মে ২০২১ 
  2. জালালাবাদী, ফয়সাল আহমাদ (৯ আগস্ট ২০২০)। "হাফেজ মাওলানা জাওয়াদ রহ. : সিলেটের এক আলোকিত মনীষী"ফাতেহ২৪.কম [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "রাজাগঞ্জ ইউনিয়ন — মাদ্রাসা"জাতীয় তথ্য বাতায়ন। ২ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মে ২০২১