জামিয়া আরাবিয়া আশরাফুল উলুম বালিয়া

ময়মনসিংহ জেলার একটি কওমি মাদ্রাসা

জামিয়া আরাবিয়া আশরাফুল উলুম বালিয়া (সংক্ষেপে বালিয়া মাদ্রাসা) ময়মনসিংহ জেলার ফুলপুর থানাধীন তারাকান্দা-শাকুয়াই রােড সংলগ্ন জায়গায় অবস্থিত একটি কওমি মাদ্রাসা। প্রায় ৭ একর জমির উপর স্থানীয় লােকজনদের সহায়তায় ১৯৩৫ সালে এটি প্রতিষ্ঠা করেন খ্যাতনামা আলেম ফয়জুর রহমান। আশরাফ আলী থানভীর নামানুসারে এই মাদ্রাসার নামকরণ করা হয়েছে ‘আশরাফুল উলুম’।কেননা এই মাদ্রাসার ভিত্তিপ্রস্তরে হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহ. এর তায়াম্মুমের বরকতময় মাটি রয়েছে।১৯৪১ সাল পর্যন্ত ফয়জুর রহমান এই মাদ্রাসাটি পরিচালনা করেছেন। তারপর এই মাদ্রাসার পরিচালক নিযুক্ত হন মাওলানা দৌলত আলী। তিনি ১৯৫০ সালে এখানে দাওরায়ে হাদিস (মাস্টার্স) চালু করেন। ১৯৮০ সালে তার অবসরের পর মাদ্রাসার দায়িত্ব গ্রহণ করেন গিয়াস উদ্দিন। ২০১৩ সালে তার মৃত্যুর পর শামসুদ্দিন পরিচালক নিযুক্ত হন।

জামিয়া আরাবিয়া আশরাফুল উলুম বালিয়া
ধরনকওমি মাদ্রাসা
স্থাপিত১৯১৮ ইং
প্রতিষ্ঠাতাফয়জুর রহমান[১][২]
মূল প্রতিষ্ঠান
দারুল উলুম দেওবন্দ
অধিভুক্তিআল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ
ধর্মীয় অধিভুক্তি
ইসলাম
অবস্থান
শিক্ষাঙ্গনশহর
সংক্ষিপ্ত নামবালিয়া মাদ্রাসা

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. গোলাম ছরোয়ার, মুহাম্মদ (নভেম্বর ২০১৩)। "বাংলা ভাষায় ফিকহ চর্চা (১৯৪৭-২০০৬): স্বরূপ ও বৈশিষ্ঠ্য বিচার"। ঢাকা বিশ্ববিদ্যালয়: ৩০৮। 
  2. আবদুল করিম, মোহাম্মদ। ময়মনসিংহ জেলায় ইসলাম। বাংলাদেশ: ইসলামিক ফাউন্ডেশন। পৃষ্ঠা ১৮১।