জাভাই ভাষা
অস্ট্রোনেশীয় ভাষা
জাভাই ভাষা (জাভানীয়: basa Jawa, আকসারা জাউয়া: ꦧꦱꦗꦮ, পেগন লিপিতে: بَاسَا جَاوَا) একটি অস্ট্রোনেশীয় ভাষা। এটি মূলত ইন্দোনেশিয়ার জাভা দ্বীপ ও এর আশেপাশের দ্বীপগুলিতে প্রায় ৮ থেকে ১০ কোটি লোকের মুখের ভাষা। মালয়েশিয়াতেও এর প্রচলন আছে। এটি সর্বাধিক সংখ্যক বক্তাবিশিষ্ট অস্ট্রোনেশীয় ভাষা।
জাভাই | |
---|---|
Basa Jawa ꦧꦱꦗꦮ بَاسَا جَاوَا বাসা জাউয়া | |
অঞ্চল | জাভা (ইন্দোনেশিয়া), সুরিনাম, নুভেল কালেদোনি |
মাতৃভাষী | ৮-১০ কোটি (দ্বিতীয় ভাষাভাষীদের গণনায় ধরে)
|
ভাষা কোডসমূহ | |
আইএসও ৬৩৯-১ | jv |
আইএসও ৬৩৯-২ | jav |
আইএসও ৬৩৯-৩ | বিভিন্ন প্রকার:jav – জাভাইjvn – ক্যারিবীয় জাভাইjas – নুভেল কালেদোনীয় জাভাইosi – ওসিংtes – তেঙ্গার |
ভাষাটি ঐতিহ্যবাহী জাভাই লিপিতে লেখা হয়। লিপিটি দক্ষিণ ভারতে ভাষাটির উৎপত্তি। বর্তমানে অবশ্য ভাষাটি লিখতে রোমান লিপির প্রচলন বেড়েছে। ভাষাটি এক সময় জাউই-ভিত্তিক পেগোন লিপিতেও লিখা হতো। জাভাই ভাষার সাহিত্য অত্যন্ত সমৃদ্ধ। ৮ম শতক থেকে এর প্রাচীন সাহিত্যের নিদর্শন পাওয়া গেছে।
বর্তমানে ইন্দোনেশিয়ার মালয়-ভিত্তিক বাহাসা ইন্দোনেশিয়া ভাষার কারণে ভাষাটির গুরুত্ব হ্রাস পেয়েছে।