জাফতনগর ইউনিয়ন
জাফতনগর বাংলাদেশের চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
জাফতনগর | |
---|---|
ইউনিয়ন | |
১৭নং জাফতনগর ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে জাফতনগর ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৩৪′৫৩″ উত্তর ৯১°৫১′৪৬″ পূর্ব / ২২.৫৮১৩৯° উত্তর ৯১.৮৬২৭৮° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
উপজেলা | ফটিকছড়ি উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | মোহাম্মদ জিয়াউদ্দিন জিয়া |
আয়তন | |
• মোট | ৬.৩২ বর্গকিমি (২.৪৪ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২০,৩১৩ |
• জনঘনত্ব | ৩,২০০/বর্গকিমি (৮,৩০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৭৬.৪% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৩৫১ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন
সম্পাদনাজাফতনগর ইউনিয়নের আয়তন ১,৫৬২ একর (৬.৩২ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী জাফতনগর ইউনিয়নের মোট জনসংখ্যা ২০,৩১৩ জন। এর মধ্যে পুরুষ ১১,৩৪০ জন এবং মহিলা ৮,৯৭৩ জন। মোট পরিবার ২,৬৫৯টি।[১]
অবস্থান ও সীমানা
সম্পাদনাফটিকছড়ি উপজেলার দক্ষিণাংশে জাফতনগর ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় সাড়ে ১৯ কিলোমিটার। এ ইউনিয়নের পশ্চিমে সমিতিরহাট ইউনিয়ন; উত্তরে বখতপুর ইউনিয়ন; পূর্বে ধর্মপুর ইউনিয়ন এবং দক্ষিণে রাউজান উপজেলার নওয়াজিশপুর ইউনিয়ন, হালদা নদী ও হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাজাফতনগর ইউনিয়ন ফটিকছড়ি উপজেলার আওতাধীন ১৭নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম উপজেলার ফটিকছড়ি থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৯নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-২ এর অংশ। এটি ৩টি মৌজায় বিভক্ত:
- জাহানপুর
- ফতেপুর
- তেলপারই
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী জাফতনগর ইউনিয়নের সাক্ষরতার হার ৭৬.৪%।[১] এ ইউনিয়নে ১টি ডিগ্রী কলেজ, ১টি আলিম মাদ্রাসা, ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা ও ৮টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- কলেজ[২]
- মাধ্যমিক বিদ্যালয়[৩]
- জাহানপুর আমজাদ আলী আবদুল হাদী ইন্সটিটিউশন
- জাহানারা মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়
- ফতেপুর লতিফ রহমান উচ্চ বিদ্যালয়
- মাদ্রাসা[৪]
- প্রাথমিক বিদ্যালয়
- জাফতনগর মৌলভী মোত্তাহার বিল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- জাহানপুর আমজাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- জাহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- তেলপারই সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ ফটিকছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বেগম সোহাগুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মধ্য জাহানপুর আবদুল হাই সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কিন্ডারগার্টেন
- জাহানপুর কিন্ডারগার্টেন
- ফীল হার্ড কিন্ডারগার্টেন
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাজাফতনগর ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক ফটিকছড়ি-গহিরা সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।
ধর্মীয় উপাসনালয়
সম্পাদনাজাফতনগর ইউনিয়নে ৯টি মসজিদ, ২টি ঈদগাহ, ১টি মন্দির ও ১টি বিহার রয়েছে।
খাল ও নদী
সম্পাদনাজাফতনগর ইউনিয়নের দক্ষিণ পাশ দিয়ে বয়ে চলেছে হালদা নদী। এছাড়াও এ ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মইক্ষেছড়া খাল, তেলপারই খাল এবং খনকাইয়া খাল।[৫]
হাট-বাজার
সম্পাদনাজাফতনগর ইউনিয়নের প্রধান ৩টি হাট/বাজার হল জাহানপুর বাজার, মোহাম্মদ তকির হাট এবং সৈয়দ বাজার।[৬]
দর্শনীয় স্থান
সম্পাদনাজাফতনগর ইউনিয়নের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:[৭]
- জিন্দাপীর হযরত মৌলানা মুফতি গরীবুল্লাহ শাহ (রহ.) জামে মসজিদ; জাহানপুর গ্রামের মুফতি বাড়ির প্রাণকেন্দ্রে এই মসজিদ অবস্থিত।
- জুনির বাপের জামে মসজিদ; ইউনিয়নের ৭নং ওয়ার্ডে অবস্থিত।
- কুণ্ডুর কাঁচারী; জাহানপুর গ্রামে অবস্থিত।
উল্লেখযোগ্য ব্যক্তি
সম্পাদনাজাফতনগর ইউনিয়নের উল্লেখযোগ্য ব্যক্তিগণের মধ্যে রয়েছেন:[৮]
- আবুল কালাম –– প্রাক্তন সচিব, গণশিক্ষা অধিদপ্তর।
- মরহুম ইঞ্জিনিয়ার আলী আশরাফ –– নগর পরিকল্পনাবিদ।
- মৃণাল কান্তি বড়ুয়া –– অধ্যাপক ও প্রকৌশলী।
- প্রফেসর ডঃ এ এফ এম আওরঙ্গজেব, ভিসি, বিজিসি ট্রাষ্ট ইউনিভার্সিটি
জনপ্রতিনিধি
সম্পাদনা- বর্তমান চেয়ারম্যান: মোহাম্মদ আবদুল হালিম[৯]
- চেয়ারম্যানগণের তালিকা[১০]
ক্রম নং | চেয়ারম্যানের নাম | সময়কাল |
---|---|---|
০১ | মোহাম্মদ মনছুর মিয়া চৌধুরী | |
০২ | মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী | |
০৩ | মোহাম্মদ শামসু মিয়া | |
০৪ | মোহাম্মদ আবদুল মান্নান চৌধুরী | |
০৫ | মোহাম্মদ নাজিম উদ্দিন নাজু | |
০৬ | মোহাম্মদ আবদুল হালিম | ২০১১- |
০৭ মোহাম্মদ জিয়াউদ্দীন জিয়া ২০২২ (বর্তমান চেয়ারম্যান)
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "কলেজ - জাফতনগর ইউনিয়ন - জাফতনগর ইউনিয়ন"। jafathagarup.chittagong.gov.bd।
- ↑ "মাধ্যমিকবিদ্যালয় - জাফতনগর ইউনিয়ন - জাফতনগর ইউনিয়ন"। jafathagarup.chittagong.gov.bd।
- ↑ "মাদ্রাসা - জাফতনগর ইউনিয়ন - জাফতনগর ইউনিয়ন"। jafathagarup.chittagong.gov.bd।
- ↑ "খাল ও নদী - জাফতনগর ইউনিয়ন - জাফতনগর ইউনিয়ন"। jafathagarup.chittagong.gov.bd। ১২ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৭।
- ↑ "হাট বাজারের তালিকা - জাফতনগর ইউনিয়ন - জাফতনগর ইউনিয়ন"। jafathagarup.chittagong.gov.bd। ৯ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৭।
- ↑ "দর্শনীয়স্থান - জাফতনগর ইউনিয়ন - জাফতনগর ইউনিয়ন"। jafathagarup.chittagong.gov.bd। ১২ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৭।
- ↑ "প্রখ্যাত ব্যক্তিত্ব - জাফতনগর ইউনিয়ন - জাফতনগর ইউনিয়ন"। jafathagarup.chittagong.gov.bd। ১২ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৭।
- ↑ Songbadshomogro.com। "তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের ফলাফল -"। www.songbadshomogro.com।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "পুর্বতন চেয়ারম্যান - জাফতনগর ইউনিয়ন - জাফতনগর ইউনিয়ন"। jafathagarup.chittagong.gov.bd। ১২ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৭।