জাফতনগর ইউনিয়ন

চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার একটি ইউনিয়ন

জাফতনগর বাংলাদেশের চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।

জাফতনগর
ইউনিয়ন
১৭নং জাফতনগর ইউনিয়ন পরিষদ
জাফতনগর চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
জাফতনগর
জাফতনগর
জাফতনগর বাংলাদেশ-এ অবস্থিত
জাফতনগর
জাফতনগর
বাংলাদেশে জাফতনগর ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৩৪′৫৩″ উত্তর ৯১°৫১′৪৬″ পূর্ব / ২২.৫৮১৩৯° উত্তর ৯১.৮৬২৭৮° পূর্ব / 22.58139; 91.86278 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলাফটিকছড়ি উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানমোহাম্মদ জিয়াউদ্দিন জিয়া
আয়তন
 • মোট৬.৩২ বর্গকিমি (২.৪৪ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট২০,৩১৩
 • জনঘনত্ব৩,২০০/বর্গকিমি (৮,৩০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৭৬.৪%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩৫১ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

জাফতনগর ইউনিয়নের আয়তন ১,৫৬২ একর (৬.৩২ বর্গ কিলোমিটার)।[]

জনসংখ্যার উপাত্ত

সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী জাফতনগর ইউনিয়নের মোট জনসংখ্যা ২০,৩১৩ জন। এর মধ্যে পুরুষ ১১,৩৪০ জন এবং মহিলা ৮,৯৭৩ জন। মোট পরিবার ২,৬৫৯টি।[]

অবস্থান ও সীমানা

সম্পাদনা

ফটিকছড়ি উপজেলার দক্ষিণাংশে জাফতনগর ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় সাড়ে ১৯ কিলোমিটার। এ ইউনিয়নের পশ্চিমে সমিতিরহাট ইউনিয়ন; উত্তরে বখতপুর ইউনিয়ন; পূর্বে ধর্মপুর ইউনিয়ন এবং দক্ষিণে রাউজান উপজেলার নওয়াজিশপুর ইউনিয়ন, হালদা নদীহাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

সম্পাদনা

জাফতনগর ইউনিয়ন ফটিকছড়ি উপজেলার আওতাধীন ১৭নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম উপজেলার ফটিকছড়ি থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৯নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-২ এর অংশ। এটি ৩টি মৌজায় বিভক্ত:

  • জাহানপুর
  • ফতেপুর
  • তেলপারই

শিক্ষা ব্যবস্থা

সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী জাফতনগর ইউনিয়নের সাক্ষরতার হার ৭৬.৪%।[] এ ইউনিয়নে ১টি ডিগ্রী কলেজ, ১টি আলিম মাদ্রাসা, ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা ও ৮টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

সম্পাদনা
কলেজ[]
মাধ্যমিক বিদ্যালয়[]
মাদ্রাসা[]
প্রাথমিক বিদ্যালয়
  • জাফতনগর মৌলভী মোত্তাহার বিল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • জাহানপুর আমজাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • জাহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • তেলপারই সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ ফটিকছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বেগম সোহাগুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মধ্য জাহানপুর আবদুল হাই সরকারি প্রাথমিক বিদ্যালয়
কিন্ডারগার্টেন
  • জাহানপুর কিন্ডারগার্টেন
  • ফীল হার্ড কিন্ডারগার্টেন

যোগাযোগ ব্যবস্থা

সম্পাদনা

জাফতনগর ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক ফটিকছড়ি-গহিরা সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।

ধর্মীয় উপাসনালয়

সম্পাদনা

জাফতনগর ইউনিয়নে ৯টি মসজিদ, ২টি ঈদগাহ, ১টি মন্দির ও ১টি বিহার রয়েছে।

খাল ও নদী

সম্পাদনা

জাফতনগর ইউনিয়নের দক্ষিণ পাশ দিয়ে বয়ে চলেছে হালদা নদী। এছাড়াও এ ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মইক্ষেছড়া খাল, তেলপারই খাল এবং খনকাইয়া খাল।[]

হাট-বাজার

সম্পাদনা

জাফতনগর ইউনিয়নের প্রধান ৩টি হাট/বাজার হল জাহানপুর বাজার, মোহাম্মদ তকির হাট এবং সৈয়দ বাজার।[]

দর্শনীয় স্থান

সম্পাদনা

জাফতনগর ইউনিয়নের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:[]

  • জিন্দাপীর হযরত মৌলানা মুফতি গরীবুল্লাহ শাহ (রহ.) জামে মসজিদ; জাহানপুর গ্রামের মুফতি বাড়ির প্রাণকেন্দ্রে এই মসজিদ অবস্থিত।
  • জুনির বাপের জামে মসজিদ; ইউনিয়নের ৭নং ওয়ার্ডে অবস্থিত।
  • কুণ্ডুর কাঁচারী; জাহানপুর গ্রামে অবস্থিত।

উল্লেখযোগ্য ব্যক্তি

সম্পাদনা

জাফতনগর ইউনিয়নের উল্লেখযোগ্য ব্যক্তিগণের মধ্যে রয়েছেন:[]

  • আবুল কালাম –– প্রাক্তন সচিব, গণশিক্ষা অধিদপ্তর।
  • মরহুম ইঞ্জিনিয়ার আলী আশরাফ –– নগর পরিকল্পনাবিদ।
  • মৃণাল কান্তি বড়ুয়া –– অধ্যাপক ও প্রকৌশলী।
  • প্রফেসর ডঃ এ এফ এম আওরঙ্গজেব, ভিসি, বিজিসি ট্রাষ্ট ইউনিভার্সিটি

জনপ্রতিনিধি

সম্পাদনা
  • বর্তমান চেয়ারম্যান: মোহাম্মদ আবদুল হালিম[]
চেয়ারম্যানগণের তালিকা[১০]
ক্রম নং চেয়ারম্যানের নাম সময়কাল
০১ মোহাম্মদ মনছুর মিয়া চৌধুরী
০২ মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী
০৩ মোহাম্মদ শামসু মিয়া
০৪ মোহাম্মদ আবদুল মান্নান চৌধুরী
০৫ মোহাম্মদ নাজিম উদ্দিন নাজু
০৬ মোহাম্মদ আবদুল হালিম ২০১১-

০৭ মোহাম্মদ জিয়াউদ্দীন জিয়া ২০২২ (বর্তমান চেয়ারম্যান)

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২০ 
  2. "কলেজ - জাফতনগর ইউনিয়ন - জাফতনগর ইউনিয়ন"jafathagarup.chittagong.gov.bd 
  3. "মাধ্যমিকবিদ্যালয় - জাফতনগর ইউনিয়ন - জাফতনগর ইউনিয়ন"jafathagarup.chittagong.gov.bd 
  4. "মাদ্রাসা - জাফতনগর ইউনিয়ন - জাফতনগর ইউনিয়ন"jafathagarup.chittagong.gov.bd 
  5. "খাল ও নদী - জাফতনগর ইউনিয়ন - জাফতনগর ইউনিয়ন"jafathagarup.chittagong.gov.bd। ১২ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৭ 
  6. "হাট বাজারের তালিকা - জাফতনগর ইউনিয়ন - জাফতনগর ইউনিয়ন"jafathagarup.chittagong.gov.bd। ৯ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৭ 
  7. "দর্শনীয়স্থান - জাফতনগর ইউনিয়ন - জাফতনগর ইউনিয়ন"jafathagarup.chittagong.gov.bd। ১২ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৭ 
  8. "প্রখ্যাত ব্যক্তিত্ব - জাফতনগর ইউনিয়ন - জাফতনগর ইউনিয়ন"jafathagarup.chittagong.gov.bd। ১২ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৭ 
  9. Songbadshomogro.com। "তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের ফলাফল -"www.songbadshomogro.com [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  10. "পুর্বতন চেয়ারম্যান - জাফতনগর ইউনিয়ন - জাফতনগর ইউনিয়ন"jafathagarup.chittagong.gov.bd। ১২ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৭ 

বহিঃসংযোগ

সম্পাদনা