জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট একটি সরকারি প্রশিক্ষণ ও গবেষণা ইনস্টিটিউট যা বাংলাদেশের স্থানীয় সরকারের নির্বাচিত ও নিযুক্ত উভয় কর্মকর্তাকে প্রশিক্ষণের জন্য দায়বদ্ধ এবং এটি বাংলাদেশের ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত। এটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অধীনে রয়েছে।[১][২]
![]() | |
গঠিত | ১৯৬৯ |
---|---|
সদরদপ্তর | ঢাকা, বাংলাদেশ |
যে অঞ্চলে কাজ করে | বাংলাদেশ |
দাপ্তরিক ভাষা | বাংলা |
ওয়েবসাইট | National Institute of Local Government |
ইতিহাস
সম্পাদনাএই অনুচ্ছেদটি খালি। আপনি এখানে যোগ করে সাহায্য করতে পারেন। |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ মোহাম্মদ এহসান (২০১২)। "ন্যাশনাল ইনস্টিটিউট অব লোক্যাল গভর্নমেন্ট"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।
- ↑ "National Institute of Local Government"। nilg.portal.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ মে ২০১৮।