জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট

জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট একটি সরকারি প্রশিক্ষণ ও গবেষণা ইনস্টিটিউট যা বাংলাদেশের স্থানীয় সরকারের নির্বাচিত ও নিযুক্ত উভয় কর্মকর্তাকে প্রশিক্ষণের জন্য দায়বদ্ধ এবং এটি বাংলাদেশের ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত। এটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অধীনে রয়েছে।[১][২]

জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট
গঠিত১৯৬৯
সদরদপ্তরঢাকা, বাংলাদেশ
যে অঞ্চলে কাজ করে
বাংলাদেশ
দাপ্তরিক ভাষা
বাংলা
ওয়েবসাইটNational Institute of Local Government

ইতিহাস সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. মোহাম্মদ এহসান (২০১২)। "ন্যাশনাল ইনস্টিটিউট অব লোক্যাল গভর্নমেন্ট"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 
  2. "National Institute of Local Government"nilg.portal.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ মে ২০১৮