জাতীয় সড়ক ১১৬ (ভারত)

জাতীয় সড়ক ১১৬ হল ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার একটি জাতীয় সড়ক।এই সড়কটি কোলাঘাটকে হলদিয়ার সঙ্গে যুক্ত করেছে।সড়কটি কোলাঘাটে জাতীয় সড়ক ১৬-এর সঙ্গে যুক্ত এবং নন্দকুমারে এটি জাতীয় সড়ক ১১৬এ-এর সঙ্গে যুক্ত। এই জাতীয় সড়কটি পূর্বে ৪১ নং জাতীয় সড়ক হিসাবে পরিচিত ছিল। জাতীয় সড়ক ১১৬ এর মোট দৈর্ঘ্য হল -৫১ কিমি (৩২ মা)।[]

জাতীয় সড়ক ১১৬ shield}}
জাতীয় সড়ক ১১৬
পূর্বের ৪১ নং জাতীয় সড়কের নতুন নাম করন করা হয়েছে জাতীয় সড়ক ১১৬
পথের তথ্য
দৈর্ঘ্য৫২ কিমি (৩২ মা)
প্রধান সংযোগস্থল
উত্তর প্রান্ত:কোলাঘাট, পশ্চিমবঙ্গ
প্রধান সংযোগস্থলরাজ্য সড়ক ৪ রাজগোদা
রাজ্য সড়ক ৪ নন্দকুমার
জাতীয় সড়ক ১১৬এ
দক্ষিণ প্রান্ত:হলদিয়া, পশ্চিমবঙ্গ
অবস্থান
রাজ্যপশ্চিমবঙ্গ
প্রাথমিক
গন্তব্যস্থল
কোলাঘাট - মেচেদা - নন্দকুমার - হলদিয়া
মহাসড়ক ব্যবস্থা
এনএইচ ১৬ এনএইচ ১১৬

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "National Highways Starting and Terminal Stations"। Ministry of Road Transport & Highways। ২০১৫-১২-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-১২-০২