জাতীয় বহুভাষী সাঁটলিপি প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী

বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান

জাতীয় বহুভাষী সাঁটলিপি প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী (এনটিআরএমএস নামেও পরিচিত) একটি স্বায়ত্তশাসিত সরকারী প্রতিষ্ঠান যা বাংলাদেশের মানবসম্পদ, ভাষাগত এবং ব্যবস্থাপনা কোর্স পরিচালনা করে। এটি বাংলাদেশের বগুড়া জেলার ফুলতলায় অবস্থিত।[১][২][৩]

জাতীয় বহুভাষী সাঁটলিপি প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী
গঠিত১৯৮২
সদরদপ্তরঢাকা, বাংলাদেশ
যে অঞ্চলে
বাংলাদেশ
দাপ্তরিক ভাষা
বাংলা
ওয়েবসাইটজাতীয় বহুভাষী সাঁটলিপি প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী

ইতিহাস সম্পাদনা

জাতীয় বহুভাষী সাঁটলিপি প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী ১৯৮২ সালে বাংলাদেশে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়। একাডেমি টি ১৯৮৯ সাল থেকে ১৬০০ শিক্ষার্থী কে কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করে। এর নেতৃত্বে যুগ্ম সচিব পদমর্যাদার একজন সরকারী কর্মকর্তার রয়েছে। একাডেমি সরকারী এবং বেসরকারী উভয় কর্মকর্তাকে প্রশিক্ষণ প্রদান করে।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. মোঃ মনসুর রহমান (২০১২)। "নট্রামস"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 
  2. "National judo from today"archive.thedailystar.net। The Daily Star। ১ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৭ 
  3. "3 killers get life term in Bogra"archive.thedailystar.net। The Daily Star। ২ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৭