জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ (বাংলাদেশ)

(জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ থেকে পুনর্নির্দেশিত)

বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ, পূর্বে শের-ই-বাংলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ বা শের-ই-বাংলা কাপ নামে পরিচিত, বাংলাদেশের একটি জেলা পর্যায়ের জাতীয় ফুটবল টুর্নামেন্ট, যেখানে দেশের জেলা ও সরকারি প্রতিষ্ঠান প্রতিদ্বন্দ্বিতা করে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) তত্ত্বাবধানে এই টুর্নামেন্টটি পরিচালিত হয়।[১]

জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ
প্রতিষ্ঠিত১৯৭৩; ৫১ বছর আগে (1973)
অঞ্চলবাংলাদেশ বাংলাদেশ
দলের সংখ্যা৭৮ (২০২০)
বর্তমান চ্যাম্পিয়নবাংলাদেশ সেনাবাহিনী (৫ম শিরোপা)
সবচেয়ে সফল দলবাংলাদেশ সেনাবাহিনী
ঢাকা বিশ্ববিদ্যালয়
(৫টি করে শিরোপা)
টেলিভিশন সম্প্রচারকবাংলাদেশ ফুটবল ফেডারেশন
(ফেসবুক এবং ইউটিউব)
ওয়েবসাইটbff.com.bd
২০২১–২২ বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ

ইতিহাস সম্পাদনা

টুর্নামেন্টটি ১৯৭৩ সালে প্রবর্তিত হয়েছিল এবং একে ফজলুল হকের নামে নামকরণ করা হয়েছিল যিনি শের-ই-বাংলা নামে পরিচিত ছিলেন। ১০ জানুয়ারি ২০২০-এ, বাংলাদেশ ফুটবল ফেডারেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০ তম জন্মবার্ষিকী উদযাপন করে ১৩ বছর পর জাতীয় চ্যাম্পিয়নশিপ পুনরুজ্জীবিত করার সিদ্ধান্ত নিয়েছে। পুনরায় চালু হওয়ার পর বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ নামে নামকরণ করা হয়েছিলো।[১]

বিন্যাস সম্পাদনা

২০২১–২২ পর্যন্ত হালনাগাদকৃত।

টুর্নামেন্টে ৬৪টি জেলা ফুটবল দল, তিনটি সার্ভিস দল, ছয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়, পাঁচটি শিক্ষা বোর্ড ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেবে। অংশগ্রহণকারী জেলাগুলোকে পদ্মা, মেঘনা, যমুনা, শীতলক্ষ্যা, ব্রহ্মপুত্র, সুরমা, চিত্রা ও বুড়িগঙ্গা নামে আটটি অঞ্চলে ভাগ করা হয়েছে। প্রতিটি অঞ্চলে সুরমা বাদে আটটি দল রয়েছে, যাতে সাতটি দল রয়েছে।[২] প্রতিটি জোনে নকআউট ম্যাচ থাকবে যা হোম এবং অ্যাওয়ে ভিত্তিতে খেলা হবে। প্রথম পর্বে, প্রতিটি জোনের একটি জোড়া দল একে অপরের সাথে খেলবে যা চারটি বিজয়ী নির্ধারণ করবে। দ্বিতীয় পর্বে, প্রতিটি জোনের চারজন বিজয়ী জোনাল সেমি-ফাইনাল খেলবে। তৃতীয় পর্বে সেমি-ফাইনালের বিজয়ী দল জোনাল ফাইনালে একে অপরের মুখোমুখি হবে। প্রতিটি জোন থেকে আসা চ্যাম্পিয়ন চূড়ান্ত পর্বের জন্য যোগ্যতা অর্জন করবে।[৩]

শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয় এবং পরিষেবা দলগুলির প্রতিনিধিত্বকারী দলগুলি মোট ১৫টি দল- সেবা জোনে চারটি গ্রুপে বিভক্ত।[৪] এই জোনের দলগুলো রাউন্ড রবিন পদ্ধতিতে খেলবে। সেবা জোনের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দল ফাইনাল পর্বে আটটি জোনাল চ্যাম্পিয়নের সঙ্গে যোগ দেবে।[৫]

স্পন্সরশিপ সম্পাদনা

সময়কাল স্পন্সর পরিমান মুদ্রণ মিডিয়া তথ্য.
২০২০ ওয়ালটন গ্রুপ ৮ লক্ষ টাকা প্রথম আলো [৬]

ফলাফল সম্পাদনা

মৌসুম বিজয়ী[৭] রানার্স-আপ সর্বোচ্চ গোলদাতা গোল
১৯৭৩ ঢাকা জেলা কুষ্টিয়া জেলা
১৯৭৪ ঢাকা জেলা বরিশাল জেলা
১৯৭৫ ঢাকা জেলা চট্টগ্রাম জেলা
১৯৭৬ যশোর জেলা রাজশাহী জেলা
১৯৭৭ কুষ্টিয়া জেলা চট্টগ্রাম জেলা
১৯৭৮ বরিশাল জেলা রংপুর জেলা
১৯৭৯ বরিশাল জেলা ঢাকা জেলা
১৯৮০ বাংলাদেশ সেনাবাহিনী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় (যৌথ বিজয়ী)
১৯৮১ বাংলাদেশ সেনাবাহিনী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় (যৌথ বিজয়ী)
১৯৮২ খুলনা জেলা বাংলাদেশ সেনাবাহিনী
১৯৮৩ সিলেট জেলা ঢাকা জেলা
১৯৮৪ ফেনী জেলা ঢাকা জেলা
১৯৮৫ কুমিল্লা জেলা ঢাকা বিশ্ববিদ্যালয়
১৯৮৬ ঢাকা জেলা কুমিল্লা জেলা
১৯৮৭–১৯৮৮ অনুষ্ঠিত হয়নি
১৯৮৯ ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সেনাবাহিনী
১৯৯০ বাংলাদেশ সেনাবাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়
১৯৯১ অনুষ্ঠিত হয়নি
১৯৯২ ঢাকা বিশ্ববিদ্যালয় খুলনা জেলা
১৯৯৩ খুলনা জেলা ফেনী জেলা
১৯৯৪ ভোলা জেলা ঢাকা বিশ্ববিদ্যালয়
১৯৯৫ অনুষ্ঠিত হয়নি
১৯৯৬ ঢাকা বিশ্ববিদ্যালয় নারায়ণগঞ্জ জেলা
১৯৯৭–১৯৯৯ অনুষ্ঠিত হয়নি
২০০০ নোয়াখালী জেলা বাংলাদেশ সেনাবাহিনী
২০০১–২০০৩ অনুষ্ঠিত হয়নি
২০০৪ নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশ সেনাবাহিনী
২০০৫ অনুষ্ঠিত হয়নি
২০০৬ নারায়ণগঞ্জ জেলা ঢাকা জেলা
২০০৭–২০১৯ অনুষ্ঠিত হয়নি
২০২০ বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ নৌবাহিনী
২০২১–২২ বাংলাদেশ সেনাবাহিনী চট্টগ্রাম জেলা   এমতিয়াজ রায়হান [৮]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Nat'l football C'ships back after 13 years"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৯-১২-১৩। সংগ্রহের তারিখ ২০২০-০১-১৮ 
  2. "বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের পৃষ্ঠপোষক ওয়ালটন"। m.mzamin.com। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০২১ 
  3. প্রতিবেদক, ক্রীড়া (২০২০-০১-২১)। "বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপের নকআউট পর্বে বগুড়া"। risingbd.com। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০২১ 
  4. "বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপ ১৭ জানুয়ারি থেকে শুরু"The Daily Janakantha (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০২১ 
  5. "বঙ্গবন্ধু ফুটবল চ্যাম্পিয়নশিপ"Jugantor। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০২১ 
  6. "Nat 'l be powered by Walton Smart Fridge"Dhaka Tribune। ১৪ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০২০ 
  7. "Bangladesh - List of Cup Winners"www.rsssf.org 
  8. Report, Star Sports (৪ জুলাই ২০২২)। "Bangladesh Army retain Bangabandhu NFC title"The Daily Star