জাতিসংঘ পার্ক, খুলনা

জাতিসংঘ পার্ক বাংলাদেশের খুলনা জেলার খুলনা শহরে অবস্থিত একটি শিশু পার্ক। এটি নগরীর খানজাহান আলী সড়কের পাশে অবস্থিত।

জাতিসংঘ পার্ক
অবস্থানবাংলাদেশ খুলনা
নিকটবর্তী শহরখুলনা
আয়তনখুলনা জেলা
নির্মিত১৯৯৪
পরিচালিতখুলনা সিটি কর্পোরেশন

নামকরণ সম্পাদনা

১৯৯৪ সালে মহানগরী শিশু পার্ক নামে পার্কটি প্রতিষ্ঠা করা হয়। ১৯৯৫ সালে জাতিসংঘের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে পার্কটির নাম পরিবর্তন করে রাখা হয় জাতিসংঘ পার্ক।[১]

বর্ণনা সম্পাদনা

পার্কটির পূর্বপার্শ্বের জায়গা দিনে দিনে বেদখল হয়ে গড়ে উঠেছে ধর্মীয় উপাসনালয়, তৈরী হয়েছে পীরের মাজার, বহুতল বিশিষ্ট আরবান হেলথ কেয়ার সেন্টার, সিটি কর্পোরেশনের পানি উত্তোলনের পাম্প হাউজ।[২]

তথ্যসূত্র সম্পাদনা