জাঙ্গালিয়া ইউনিয়ন, কালীগঞ্জ

গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন

জাঙ্গালিয়া ইউনিয়ন বাংলাদেশের গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[১]

জাঙ্গালিয়া
ইউনিয়ন
জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদ
ডাকনাম: জাঙ্গালিয়া
জাঙ্গালিয়া ঢাকা বিভাগ-এ অবস্থিত
জাঙ্গালিয়া
জাঙ্গালিয়া
জাঙ্গালিয়া বাংলাদেশ-এ অবস্থিত
জাঙ্গালিয়া
জাঙ্গালিয়া
বাংলাদেশে জাঙ্গালিয়া ইউনিয়ন, কালীগঞ্জের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৫৮′০″ উত্তর ৯০°৩৪′৪″ পূর্ব / ২৩.৯৬৬৬৭° উত্তর ৯০.৫৬৭৭৮° পূর্ব / 23.96667; 90.56778 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলাগাজীপুর জেলা
উপজেলাকালীগঞ্জ উপজেলা, গাজীপুর উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
 • মোট২৩.১০ বর্গকিমি (৮.৯২ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট১৯.১৮৩৫
 • জনঘনত্ব০.৮৩/বর্গকিমি (২.২/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

ইতিহাস সম্পাদনা

শীতলক্ষার নদছ তীরে গড়ে উঠা কালীগঞ্জ উপজেলার একটি অঞ্চল হলো জাঙ্গালীয়া ইউনিয়ন। কালপরিক্রমায় আজ জাঙ্গালীয়া ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তারনিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।

অন্যান্য তথ্য-উপাত্ত সম্পাদনা

শিক্ষা সম্পাদনা

অর্থনীতি সম্পাদনা

কৃষি

উল্লে­খযোগ্য স্থান ও স্থাপনা সম্পাদনা

ব্যক্তিত্ব সম্পাদনা

আরও সম্পাদনা

আয়তন সম্পাদনা

জনসংখ্যা সম্পাদনা

প্রশাসনিক এলাকা সম্পাদনা

গ্রাম সমূহ সম্পাদনা

  • জাঙ্গালিয়া,
  • বাঙ্গালগাও,
  • দুবরিয়া,
  • মৌশুন্ডি,
  • বৌন্না,
  • রয়েন,
  • ছাতিয়ানী,
  • কাউলিতা,
  • মরাশ,
  • লোনাব,
  • পুনসহি,
  • সালদিয়া,
  • কুলথুন,
  • আজমতপুর,
    • বরাইয়া,
  • শরিষার চালা,
  • বাড়িয়াদী,
  • দেওতলা,
  • নরম্নন,
  • বাইশার আটি।

 অবস্থান ও সীমানা সম্পাদনা

শিক্ষা ব্যবস্থা সম্পাদনা

শিক্ষা প্রতিষ্ঠান সম্পাদনা

শিক্ষার হার65%

  • সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১২টি,
    • বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয় ০৩- টি,
      • উচ্চ বিদ্যালয়ঃ ৪টি,
        • মাদ্রাসা- ৫টি।ঝ)

 যোগাযোগ ব্যবস্থা সম্পাদনা

উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/টেম্পূ।) চলাচল করে।

 ধর্মীয় উপাসনালয় সম্পাদনা

 খাল ও নদী সম্পাদনা

হাট-বাজার সম্পাদনা

মোট ০৭ টি বাজার রয়েছে - ১.জাংগালিয়া বাজার ২.আওড়াখালি বাজার ৩.পুনসহি বাজার ৪.আজমতপুর বিশ্বরোড চৌরাস্তা বাজার ৫.দুবুরিয়া বাজার ৬.নরুন বাজার ৭.নরুন সোম-বাজার

দর্শনীয় স্থান সম্পাদনা

জনপ্রতিনিধি সম্পাদনা

      • দায়িত্বরত চেয়ারম্যান –জানাব গাজী সরওয়ার হোসেন

 আরও দেখুন সম্পাদনা

 তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা