জাওয়াদ হুসাইন
রেজা জাওয়াদ হুসেইন (২০ এপ্রিল ১৯৩৯ – ২৬ এপ্রিল ২০০৮), সাধারণত জো হুসেইন নামে পরিচিত, ছিলেন একজন ভারতীয় ক্রিকেটার। তিনি তামিলনাড়ুর পক্ষে অন্ধ্রের বিপক্ষে ১৯৬৪-৬৫ রণজি ট্রফিতে মাত্র একটি প্রথম-শ্রেণীর ম্যাচ খেলেছিলেন। সেই ম্যাচে তিনি একমাত্র ইনিংসে ১৭ রান করেন, এক ওভার বল করেন যার জন্য তিন রান দেন, এবং কোনো ক্যাচ নেননি।
জো হুসেইন | |
---|---|
জন্ম | ২০ এপ্রিল ১৯৩৯ |
মৃত্যু | ২৬ এপ্রিল ২০০৮ (বয়স ৬৯) |
সন্তান | নাসের হুসেইন, মেল হুসেইন, বেনজির হুসেইন, আব্বাস হুসেইন |
শিক্ষা
সম্পাদনাতিনি চেন্নাইয়ের লয়োলা কলেজের প্রাক্তন ছাত্র।
হুসেইন ইলফোর্ডে একটি ক্রিকেট স্কুলের মালিক ছিলেন, যেটির শুরুর কোচ ছিলেন হ্যারল্ড ফারাগার। এখানে গ্রাহাম গুচ এবং সাবেক ইংল্যান্ডের ক্রিকেটার জন লেভারসহ আরও কিছু খেলোয়াড় প্রশিক্ষণ নিয়েছিলেন। ২০০৮ সালের ২৬ এপ্রিল তিনি নিউমোনিয়া থেকে সৃষ্ট হৃদক্রিয়া বন্ধ হয়ে যাওয়া সমস্যায় এবং ফুসফুসের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।[১]
ব্যক্তিগত জীবন
সম্পাদনাতিনি একজন ইংরেজ নারীকে বিয়ে করেন এবং ইংল্যান্ডের প্রাক্তন টেস্ট অধিনায়ক নাসের হুসেইন। তিনি প্রাক্তন উরচেস্টারশায়ারের খেলোয়াড় মেল হুসেইন এবং ব্যালে নর্তকী বেনজির হুসেইনের পিতা।[২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "জাওয়াদ হুসেইন প্রয়াত"। The Hindu। ২ মে ২০০৮। ২ মে ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ Muthiah, S. (৮ মে ২০১১)। "যে ক্রিকেটারের কথা ভুলে গিয়েছিলাম"। The Hindu।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইএসপিএনক্রিকইনফোতে জাওয়াদ হুসাইন (ইংরেজি)