ব্রেকফাস্ট বা সকালের নাস্তা অথবা জলখাবার হলো সকালের প্রথম খাবার, যা সাতসকালে সারাদিনের কাজ শুরুর আগে খাওয়া হয়। বেশিরভাগ মানুষই সকাল সকাল ব্রেকফাস্ট করে থাকেন। পঞ্চদশ শতাব্দীর আগে ইংরেজিতে সকালের খাবার অর্থে 'ব্রেকফাস্ট' শব্দটির প্রচলন ছিলোনা। [১]: ব্রেকফাস্ট শব্দটি আক্ষরিক অর্থেই রাতের খাবার বা ডিনারের পর ঘুম থেকে উঠে প্রথম খাদ্য গ্রহণ তথা উপবাস ভাঙাকেই বোঝায়; প্রাচীন ইংরেজি ভাষায় জলখাবার বা ব্রেকফাস্ট এর ইংরেজি প্রতিশব্দ ছিলো মরগেনমেট যার অর্থ ছিল "সকালের নাস্তা."[২]

A family breakfast in the Isan region of Thailand

তথ্যসূত্র সম্পাদনা

  1. Anderson, Heather Arndt (2013). Breakfast: A History. AltaMira Press. আইএসবিএন ০৭৫৯১২১৬৫৬
  2. "Breakfast"। Etymonline.com। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ২, ২০১৩