জর্দান নদী
(জর্ডান নদী থেকে পুনর্নির্দেশিত)
জর্দান নদী এশিয়া মহাদেশ এর মধ্যপ্রাচ্যের একটি নদী। এটি শেষ হয়েছে মৃত সাগর বা Dead sea তে। পশ্চিম এশিয়ার সবচেয়ে দীর্ঘতম নদী হচ্ছে জর্দান নদী। এ নদীর দৈর্ঘ্য হচ্ছে ২৫১ কিমি (১৫৬ মাইল)।
জর্দান নদী (আরবি:নাহর আল-উর্দান(نهر الأردن) হিব্রু:নেহার হায়ার্দেন(נהר הירדן)) | |
River | |
আদি নাম: গ্রীক: Ιορδάνης < হিব্রু: ירדן (ইয়ার্দেন) < ירד (ইয়ারাদ)[১][২] | |
দেশ | Israel and Jordan |
---|---|
উপনদী | |
- বাঁদিকে | Banias River, Dan River |
- ডানদিকে | Hasbani River, Iyon River |
Landmarks | Sea of Galilee, Dead Sea |
মোহনা | Dead Sea |
দৈর্ঘ্য | ২৫১ কিলোমিটার (১৫৬ মাইল) |
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "Jordan"। NetBible। সংগ্রহের তারিখ ২০০৮-০৪-২৯।
- ↑ James Strong et alii (১৮৯০)। "Jordanes"। Strong's Greek Dictionary। সংগ্রহের তারিখ ২০০৮-০৪-২৯।