জর্জ স্টিগ্লার
মার্কিন অর্থনীতিবিদ
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। (এপ্রিল ২০১৪) |
জর্জ জোসেফ স্টিগ্লার (ইংরেজি: George Joseph Stigler) (১৭ই জানুয়ারি, ১৯১১ - ১লা ডিসেম্বর, ১৯৯১) একজন মার্কিন অর্থনীতিবিদ। তিনি ১৯৮২ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন।
জর্জ জোসেফ স্টিগ্লার | |
---|---|
![]() | |
জন্ম | |
মৃত্যু | ডিসেম্বর ১, ১৯৯১ | (বয়স ৮০)
জাতীয়তা | মার্কিন যুক্তরাষ্ট্র |
প্রতিষ্ঠান | কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় ব্রাউন বিশ্ববিদ্যালয় শিকাগো বিশ্ববিদ্যালয় আইওয়া স্টেট বিশ্ববিদ্যালয় |
কাজের ক্ষেত্র | Economics |
বিদ্যালয় | শিকাগো স্কুল অফ ইকোনমিক্স |
শিক্ষায়তন | শিকাগো বিশ্ববিদ্যালয় (পিএইচডি), ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় (বিএ), নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয় (এমবিএ) |
যাদের বিরোধীতা করেছেন | জন মেনার্ড কেইনস |
যাদের দ্বারা প্রভাবিত হয়েছেন | Frank Knight, Jacob Viner, Henry Simons, মিল্টন ফ্রিড্ম্যান |
যাদের প্রভাবিত করেছেন | Jacques Drèze Thomas Sowell Kenneth Lyon |
অবদানসমূহ | Capture theory |
পুরস্কার | অর্থনীতিতে নোবেল পুরস্কার (১৯৮২) ন্যাশনাল মেডেল অব সায়েন্স (১৯৮৭) |
জীবনীসম্পাদনা
স্টিগ্লার ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় থেকে ১৯৩১ সালে বিএ ডিগ্রি অর্জন করেন। তিনি এমবিএ ডিগ্রি অর্জন করেন নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয় থেকে ১৯৩২ সালে। তিনি শিকাগো বিশ্ববিদ্যালয় ত্থেকে ১৯৩৮ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।