জর্জ ব্রাউন

ইংরেজ ক্রিকেটার

জর্জ ব্রাউন (ইংরেজি: George Brown; জন্ম: ৬ অক্টোবর, ১৮৮৭ - মৃত্যু: ৩ ডিসেম্বর, ১৯৬৪) অক্সফোর্ডের কাউলি এলাকায় জন্মগ্রহণকারী প্রথিতযশা ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। ইংল্যান্ড ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯২১ থেকে ১৯২৩ সময়কালীন ইংল্যান্ড দলের পক্ষে টেস্ট ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।

জর্জ ব্রাউন
ব্যক্তিগত তথ্য
জন্ম৬ অক্টোবর, ১৮৮৭
কাউলি, অক্সফোর্ড, ইংল্যান্ড
মৃত্যু৩ ডিসেম্বর, ১৯৬৪
উইনচেস্টার, হ্যাম্পশায়ার, ইংল্যান্ড
উচ্চতা৬ ফুট ৩ ইঞ্চি (১.৯১ মিটার)
ব্যাটিংয়ের ধরনবামহাতি
বোলিংয়ের ধরনডানহাতি মিডিয়াম
ভূমিকাউইকেট-রক্ষক
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ১৯৯)
২ জুলাই ১৯২১ বনাম অস্ট্রেলিয়া
শেষ টেস্ট১৬ ফেব্রুয়ারি ১৯২৩ বনাম দক্ষিণ আফ্রিকা
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি
ম্যাচ সংখ্যা ৬১২
রানের সংখ্যা ২৯৯ ২৫৬৪৯
ব্যাটিং গড় ২৯.৯০ ২৬.৭১
১০০/৫০ -/২ ৩৭/১১১
সর্বোচ্চ রান ৮৪ ২৩২*
বল করেছে - ৩১৮৪৮
উইকেট - ৬২৬
বোলিং গড় - ২৯.৮১
ইনিংসে ৫ উইকেট - ২৩
ম্যাচে ১০ উইকেট -
সেরা বোলিং - ৮/৫৫
ক্যাচ/স্ট্যাম্পিং ৯/৩ ৫৬৮/৭৮
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ১৯ আগস্ট ২০১৮

ঘরোয়া প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে হ্যাম্পশায়ারের প্রতিনিধিত্ব করেছেন তিনি। দলে তিনি মূলতঃ উইকেট-রক্ষক হিসেবে খেলতেন। এছাড়াও, বামহাতে ব্যাটিং করার পাশাপাশি দলের প্রয়োজনে ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শীতা দেখিয়েছেন তিনি।

প্রথম-শ্রেণীর ক্রিকেট সম্পাদনা

এডউইন ব্রাউন ও সারাহ অ্যান দম্পতির সন্তান জর্জ বাউনের জন্ম অক্সফোর্ডশায়ারের কাউলি এলাকায়। ব্যাটসম্যান, বোলার ও উইকেট-রক্ষক হিসেবে দলে কার্যকরী ভূমিকা রেখে গেছেন। ১৯০৮ থেকে ১৯৩৩ সময়কালে হ্যাম্পশায়ারের পক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে তার।

১৯২২ সালে কাউন্টি চ্যাম্পিয়নশীপের ইতিহাসের হ্যাম্পশায়ার দলের সর্বাপেক্ষা স্মরণীয় জয়ের সাথে নিজেকে যুক্ত করেছিলেন। মাত্র ১৫ রানে অল-আউট হবার পর ফলো-অনের কবলে পড়ে তার দলটি ওয়ারউইকশায়ারের বিপক্ষে ১৫৫ রানের নাটকীয় জয় পেয়েছিল। পুনরায় ব্যাটিং করে দলটি ৫২১ রান তুললে ওয়ারউইকশায়ারের জন্যে ৩১৪ রানের জয়ের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়। তবে, ওয়ারউইকশায়ার দল ১৫৮ রানে অল আউট হয়ে যায়। দশম উইকেটে তার সংগৃহীত ১৭২ ও লিভসের অপরাজিত ১১০ রান বীরে পরিণত করে।[১]

টেস্ট ক্রিকেট সম্পাদনা

সমগ্র খেলোয়াড়ী জীবনে ৭ টেস্টে অংশগ্রহণের সুযোগ ঘটে জর্জ ব্রাউনের। ২ জুলাই, ১৯২১ তারিখে টেস্ট অভিষেক ঘটে তার। প্রথম-শ্রেণীর ক্রিকেটে নিয়মিত উইকেট-রক্ষক হিসেবে না খেললেও টেস্টে এর ব্যতিক্রম লক্ষ্যণীয়। এছাড়াও, ব্যাটিংয়ে তিনি দক্ষতা দেখিয়েছেন।

২০০৫ সালে জর্জ ব্রাউনকে হ্যাম্পশায়ারের বহিরাগত খেলোয়াড়ের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।[২] ৩ ডিসেম্বর, ১৯৬৪ তারিখে ৭৭ বছর বয়সে হ্যাম্পশায়ারের উইনচেস্টার এলাকায় দেহাবসান ঘটে জর্জ ব্রাউনের।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Warwickshire v Hampshire, 1922 (scorecard)"। cricketarchive.com। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০০৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "Hampshire cult heroes"। ডিসেম্বর ২০০৫। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০০৯ 

আরও দেখুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা