জয়াচিত্রা

ভারতীয় অভিনেত্রী

জয়াচিত্রা (জন্ম: ৯ই সেপ্টেম্বর ১৯৫৭; জন্মগতভাবে লক্ষ্মী রোহিণী দেবী নামে পরিচিত) হলেন একজন ভারতীয় অভিনেত্রী। তিনি ১৯৭০-এর দশক এবং ১৯৮০-এর দশকে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে তাঁর অভিনয়ের জন্য সুপরিচিত। তিনি তাঁর অভিনয় জীবনে তামিলতেলুগু ভাষায় অধিকাংশ চলচ্চিত্রে কাজ করেছেন।

জয়াচিত্রা
জন্ম
লক্ষ্মী রোহিণী দেবী

(1957-09-09) ৯ সেপ্টেম্বর ১৯৫৭ (বয়স ৬৭)
পেশাঅভিনেত্রী
দাম্পত্য সঙ্গীগণেশ
সন্তানঅমরেশ গণেশ

জীবনের প্রথমার্ধ

সম্পাদনা

জয়াচিত্রা ১৯৫৭ সালের ৯ই সেপ্টেম্বর তারিখে ভারতের তামিল নাড়ুর চেন্নাইয়ে লক্ষ্মী রোহিণী দেবী নামে জন্মগ্রহণ করেছেন। তাঁর পরিবারটি মূলত ভারতের অন্ধ্র প্রদেশের কাকিনাড়ার বাসিন্দা ছিল। তাঁর বাবা মহেন্দ্র একজন পশুচিকিৎসক ছিলেন, যিনি এর আগে আইনজীবী হিসাবে কাজ করেছিলেন। তাঁর মা আম্মাজি (ওরফে জয়শ্রী) একজন অভিনেত্রী ছিলেন; যিনি মহাবীরণ (১৯৫৫) এবং দেবা বলম (১৯৫৯)-এর মতো তামিল চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। তাঁরা কাজের জন্য চেন্নাই চলে এসেছিলেন এবং সেখানেই জয়াচিত্রার জন্ম হয়েছিল। জয়াচিত্রা চেন্নাইতেই তাঁর শৈশব অতিবাহিত করেছেন। বাবা মা কাজে ব্যস্ত থাকাকালীন তাঁর দাদি তাঁর দেখাশোনা করতেন। মায়ের উৎসাহ নিয়ে তিনি মাত্র ছয় বছর বয়সে ভক্ত পোতানা নামক একটি তেলুগু চলচ্চিত্র একজন শিশু তারকা হিসেবে অভিনয় করেছিলেন।[]

জয়াচিত্রা যখন তাঁর কৈশোর বয়সে ছিলেন, তখন তিনি বিদালা পাটলু নামে একটি তেলুগু চলচ্চিত্রের জন্য অডিশন দিয়েছিলেন, তবে পরিচালক অনুভব করেছিলেন যে তিনি খুব অল্প বয়সী, যার ফলে তিনি তাঁকে এই চরিত্রের জন্য প্রত্যাখ্যান করেছিলেন। যাইহোক, অতঃপর তিনি কে. এস. গোপালকৃষ্ণনকে সুপারিশ করেছিলেন, তাঁকে অভিনয়ে সুযোগ করে দেয়ার জন্য। তিনি তাঁর তামিল চলচ্চিত্র কোরঠি মগন (১৯৭৩)-এর জন্য একজন তরুণ, প্রফুল্ল নায়িকা খুঁজছিলেন। তিনি তৎক্ষণাৎ তাঁকে সেই চরিত্রে অভিনয় করার প্রস্তাব দিয়েছিলেন; কারণ জয়াচিত্রা যেভাবে তাঁর সংলাপ বলেছিলেন, তা তাঁর বেশ পছন্দ হয়েছিল। তিনি কে. এস. গোপালকৃষ্ণনের ব্যানারে তিনটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন এবং তিনি তাঁর নাম জয়াচিত্রা রাখেন। অতঃপর তিনি ১৯৭৩ সালে মুক্তিপ্রাপ্ত তামিল চলচ্চিত্র পন্নুক্কু থাঙ্গা মানাসু-এ একজন বীরাঙ্গনার চরিত্রে অভিনয় করেছেন এবং ভরত বিলাস নামক চলচ্চিত্রে অভিনেতা শিবাজি গণেশনের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন। পরবর্তীতে তিনি এমজিআর-এর নবরত্নম-এ অভিনয় করা ৯ জন অভিনেত্রীর মধ্যে একজন ছিলেন। অতঃপর তিনি জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক কৈলাস বলচন্দের সল্লাথন নিনাইকিরেন এবং আরঙ্গেত্রম-এ অভিনয় করেছেন। ১৯৭৮ সালে মুক্তিপ্রাপ্ত তামিল চলচ্চিত্র ইল্লাই উঞ্জল আদুকিরাতু-এ কামাল হাসানের নায়িকার চরিত্রে অভিনয় করেছেন এবং একই বছরে মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্রের তেলুগু পুনর্নির্মাণেও অভিনয় করেছেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "CineSouth.com Now and Then Jayachitra"। ৫ ফেব্রুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২০ 

বহিঃসংযোগ

সম্পাদনা