জন ম্যাককোন

অস্ট্রেলীয় ক্রিকেটার

জন জেমস ম্যাককোন (ইংরেজি: John McKone; জন্ম: ৩ অক্টোবর, ১৮৩৫ - মৃত্যু: ৭ আগস্ট, ১৮৮২) সিডনিতে জন্মগ্রহণকারী প্রথিতযশা প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটার ছিলেন। ঘরোয়া প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে নিউ সাউথ ওয়েলস দলের প্রতিনিধিত্ব করেছেন। দলে তিনি মূলতঃ ডানহাতি মিডিয়াম (আন্ডারআর্ম) বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে ব্যাটিং করতেন জন ম্যাককোন।[১]

জন ম্যাককোন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামজন জেমস ম্যাককোন
জন্ম(১৮৩৫-১০-০৩)৩ অক্টোবর ১৮৩৫
সিডনি, অস্ট্রেলিয়া
মৃত্যু৭ আগস্ট ১৮৮২(1882-08-07) (বয়স ৪৬)
বাথহার্স্ট, নিউ সাউথ ওয়েলস, অস্ট্রেলিয়া
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি মিডিয়াম (আন্ডারআর্ম)
ভূমিকাবোলার
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৮৫৬ - ১৮৫৮নিউ সাউথ ওয়েলস
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা এফসি
ম্যাচ সংখ্যা
রানের সংখ্যা ২০
ব্যাটিং গড় ৫.০০
১০০/৫০ ০/০
সর্বোচ্চ রান ১৮*
বল করেছে ৯৩
উইকেট ১২
বোলিং গড় ৭.৭৫
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ৫/১১
ক্যাচ/স্ট্যাম্পিং ৩/-
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ২৭ ডিসেম্বর, ২০১৮

খেলোয়াড়ী জীবন সম্পাদনা

১৮৫৫-৫৬ মৌসুম থেকে ১৮৫৭-৫৮ মৌসুম পর্যন্ত তার খেলোয়াড়ী জীবন চলমান ছিল। এ সময়ে তিনি নিউ সাউথ ওয়েলস ক্রিকেট দলের পক্ষে তিনটি প্রথম-শ্রেণীর খেলায় অংশ নিয়েছিলেন।[২] তন্মধ্যে, মেলবোর্নে অনুষ্ঠিত ভিক্টোরিয়ার বিপক্ষে অভিষেক ঘটা প্রথম-খেলাতেই ৫/২৫ পেয়েছিলেন তিনি। ঐ মৌসুমে অস্ট্রেলীয় ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহক ও একই মৌসুমে সর্বোচ্চ উইকেট শিকারীতে পরিণত হয়েছিলেন।

৭ আগস্ট, ১৮৮২ তারিখে ৪৬ বছর বয়সে নিউ সাউথ ওয়েলসের বাথহার্স্টে জন ম্যাককোনের দেহাবসান ঘটে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "John McKone"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১৭ 
  2. "John McKone"Cricket Archive। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১৭ 

আরও দেখুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা