জনার্দ্দনপুর উচ্চ বিদ্যালয়
বাংলাদেশের একটি সরকারি উচ্চমাধ্যমিক বিদ্যালয়।
জনার্দ্দনপুর উচ্চ বিদ্যালয় বাংলাদেশের একটি সরকারি উচ্চমাধ্যমিক বিদ্যালয়। এটি ১৯৭৪ সালের জানুয়ারি মাসে প্রতিষ্ঠিত হয়। স্কুলটি চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়ন এর জনার্দ্দনপুর এলাকায় অবস্থিত। এটি জোরারগঞ্জ থানার অন্তর্গত।[১]
জনার্দ্দনপুর উচ্চ বিদ্যালয় | |
---|---|
![]() | |
অবস্থান | |
![]() | |
, ৪৩২৪ | |
স্থানাঙ্ক | ২২°৫১′২৭″ উত্তর ৯১°৩১′৫৪″ পূর্ব / ২২.৮৫৭৪° উত্তর ৯১.৫৩১৭° পূর্ব |
তথ্য | |
ধরন | মাধ্যমিক বিদ্যালয় |
নীতিবাক্য | জ্ঞানই আলো (Knowledge is light) |
প্রতিষ্ঠাকাল | ১৯৭৪ |
কার্যক্রম শুরু | ০৯:০০টা |
বন্ধ | ০৪:০০টা |
বিদ্যালয় কোড | ১০৪৫৯১ |
প্রধান শিক্ষক | মোঃ শাহজাহান চৌধুরী |
কর্মকর্তা | ৪ |
শ্রেণী | ৬ষ্ঠ-১০ম |
ভাষা | বাংলা |
ক্যাম্পাসের ধরন | পল্লি |
রঙ | নীল, সাদা |
অবস্থানসম্পাদনা
বাংলাদেশের চট্টগ্রাম জেলার অন্তর্গত মীরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের জনার্দ্দনপুর এলাকায় এ বিদ্যালয়টি অবস্থিত। এটি চৈতন্যেরহাট বাজার থেকে প্রায় ২ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।
ইতিহাসসম্পাদনা
মীরসরাই উপজেলাতে বিদ্যালয়টি ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয়।
বিবরনসম্পাদনা
বিদ্যালয় ভবনটি একটি দ্বিতল ভবন।
শিক্ষকসম্পাদনা
জনার্দ্দনপুর উচ্চ বিদ্যালয়ে পনের জন শিক্ষক-শিক্ষিকা পাঠদান করেন।
শিক্ষার্থীসম্পাদনা
বর্তমানে প্রতিষ্ঠানটিতে সাত শতাধিক শিক্ষার্থী অধ্যয়নরত আছে।
কর্মচারীসম্পাদনা
এই প্রতিষ্ঠানে বর্তমানে ৪জন কর্মচারী রয়েছে।
কার্যক্রমসম্পাদনা
এ বিদ্যালয়ে সহ-শিক্ষা ব্যবস্থা রয়েছে।
কৃতিত্ব ও ফলাফলসম্পাদনা
বর্ষ | অংশগ্রহণ | কৃতকার্য | কৃতকার্যের হার | অকৃতকার্য | অকৃতকার্যের হার | জি.পি.এ | বোর্ড র্যাঙ্ক | জাতীয় র্যাঙ্ক |
---|---|---|---|---|---|---|---|---|
২০১৯ | ১৭১ | ১৫৪ | ৯০.০৬% | ১৭ | ০.১৭% | ০ | ৪১৭ | ৫১২৯ |
২০১৮ | ১৮৬ | ১৪৩ | ৭৬.৮৮% | ৪৩ | ০.৪৩% | ০ | ৫৪৫ | ৭৮৬৯ |
২০১৭ | ১৯৩ | ১৫০ | ৭৭.৭২% | ৪৩ | ০.৪৩% | ৭ | ৩৯৮ | ৭৫১১ |
২০১৬ | ১৭২ | ১৬৫ | ৯৫.৯৩% | ৭ | ০.০৭% | ৮ | ৩৬৬ | ৪৬৭৭ |
২০১৫ | ১৭৬ | ১৫১ | ৮৫.৮% | ২৫ | ০.২৫% | ৩ | ৩৯৫ | ৬২০৭ |
২০১৪ | ১৫৪ | ১২২ | ৭৯.২২% | ৩২ | ০.৩২% | ১ | ৪৮৩ | ৭৭৮৫ |
২০১৩ | ১৪৭ | ১৩০ | ৮৮.৪৪% | ১৭ | ০.১৭% | ৩ | ৪০১ | ৪৮৯৬ |
২০১২ | ১২৬ | ১০৪ | ৮২.৫৪% | ২২ | ০.২২% | ১ | ৪০০ | ৪৭২২ |
২০১১ | ১৪৪ | ১৩৩ | ৯২.৩৬% | ১১ | ০.১১% | ০ | ১৭১ | ১৯৯৬ |
২০১০ | ১১১ | ১০৭ | ৯৬.৪% | ৪ | ০.০৪% | ০ | ১৫৬ | ১১৫৯ |
মোট | ১৫৮০ | ১৩৫৯ | ৮৬.০১% | ২২১ | ০.১৪% | ২৩ |
আরও দেখুনসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ ক খ "Janardanpur High School - Sohopathi | সহপাঠী" (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৫-০৪। সংগ্রহের তারিখ ২০২২-০৫-০৩।