জড় প্রসঙ্গ কাঠামো

চিরায়ত বলবিজ্ঞানের মৌলীক ধারনা
Inertial frames.svg

চিরায়ত বলবিজ্ঞান এবং বিশেষ আপেক্ষিকতা তত্ত্বে, জড় প্রসঙ্গ কাঠামো হলো এমন এক প্রসঙ্গ কাঠামো যার কোন ত্বরণ নেই। জড় প্রসঙ্গ কাঠামোতে, বাহ্যিক কোন বল প্রয়োগ না করলে বস্তুর বেগের পরিবর্তন ঘটে না অথবা ত্বরণ ঘটে না। অর্থাৎ নিউটনের গতিসুত্রসমুহ এই প্রসঙ্গ কাঠামোয় কাজ করে।

জড় প্রসঙ্গ কাঠা মোকে গ্যালিলীয় প্রসঙ্গ কাঠমো বা নিউটনীয় প্রসঙ্গ কাঠামোও বলা হয়।[১]

সব প্রসঙ্গ কাঠামোতে নিউটনের গতিসূত্র অপরিবর্তিত থাকে তাদেরকে জড় প্রসঙ্গ কাঠামো বলে।[২]

তথ্যসূত্রসম্পাদনা

  1. Puebe, Jean-Laurent (২০০৯)। Fluid Mechanics। পৃষ্ঠা 62। আইএসবিএন 978-1-84821-065-3 
  2. Douglas Fields (২০১৫), "Galilean Relativity" (পিডিএফ), Physics 262-01 Spring 2018, University of New Mexico, সংগ্রহের তারিখ ২৭ মে ২০১৮ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  • Edwin F. Taylor and John Archibald Wheeler, Spacetime Physics 2nd ed. (Freeman, NY, 1992)
  • Albert Einstein, Relativity, the special and the general theories, 15th ed. (1954)
  • Poincaré, H. (1900) "La théorie de Lorentz et le principe de réaction", Archives Neerlandaises, V, 253-78