জগদেব সিংহ খুদিয়ান

জগদেব সিংহ খুদিয়ান (১৯৩৭-১৯৮৯) পাঞ্জাবের একজন শিখ রাজনীতিবিদ ছিলেন, যিনি সংসদ সদস্য ছিলেন, ১৯৮৯ সালে ফরিদকোট থেকে আকালী দলের (মান) হয়ে জয়ী হন।

২৮ শে ডিসেম্বর, ১৯৮৯ খুদিয়ান গ্রামে তাঁর বাড়ি থেকে নিখোঁজ হয়েছিলেন। ছয় দিন পরে তার মরদেহ নিকটবর্তী রাজস্থান ফিডার খালে পাওয়া গিয়েছিল। [১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Jagdev Singh Khudian killed, proves probe : INDIASCOPE - India Today 15051990"indiatoday.intoday.in। সংগ্রহের তারিখ ২০১৭-১০-২৯