জংশন রেল স্টেশন
জংশন রেল স্টেশন আয়ারল্যান্ডের ক্রসবেরি গ্রামের বাইরে কাউন্টি কর্কের কর্ক এবং ব্যান্ডন রেলওয়ের পাশে অবস্থিত।
জংশন | |
---|---|
অবস্থান | কাউন্টী কর্ক আয়ারল্যান্ড |
ইতিহাস | |
মূল কোম্পানি | কর্ক ও ব্যান্ডোন রেল |
প্রাক-দলবদ্ধ | কর্ক, ব্যান্ডোন ও দক্ষিণ দিকের রেল |
পোস্ট-গ্রুপিং | গোটা দক্ষিণাঞ্চলের রেলওয়ে |
বিশেষ তারিখসমূহ | |
২৭ জুন ১৮৬৩ | কিনলেস নামকরণ |
১ নভেম্বর ১৮৮৬ | জংশন নামকরণ |
১ জুলাই ১৯৩৮ | ক্রসবেরী নামকরণ |
১ এপ্রিল ১৯৬১ | বন্ধ |
অবস্থান | |
ইতিহাস
সম্পাদনা১৮৬৩ সালের ২৭ জুন স্টেশনটি কিনসেল জংশন নামে চালু হয়। ১৮৮৬ সালের ১ নভেম্বর এটির নামকরণ করা হয় জংশন। পরে ১৯৩৮ সালের ১ জুলাই এর নামকরণ করা হয় ক্রসবেরি।
১৯৬১ সালের ১ এপ্রিল নিয়মিত যাত্রী সেবা বাতিল করা হয়।[১]
রুট
সম্পাদনাআরও পড়ুন
সম্পাদনা- R.V.J. Butt (১৯৯৫)। The Directory of Railway Stations। Patrick Stephens Ltd.। আইএসবিএন ১-৮৫২৬০-৫০৮-১
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Junction station" (পিডিএফ)। Railscot - Irish Railways। ২০০৭-০৯-২৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-০৫-০৭।