জঁ-বাতিস্ত পেরাঁ

ফরাসি পদার্থবিজ্ঞানী

জঁ-বাতিস্ত পেরাঁ[১] (ফরাসি: Jean-Baptiste Perrin) (সেপ্টেম্বর ৩০, ১৮৭০ - এপ্রিল ১৭, ১৯৪২) ফ্রান্সের নোবেল বিজয়ী পদার্থবিজ্ঞানী। তিনি ফ্রান্সের লিল নগরীতে জন্মগ্রহণ করেন। লিলে অবস্থিত École Normale Supérieure-তে অধ্যয়ন করেছিলেন। তিনি ১৯২৬ সালে পদার্থের বিচ্ছিন্ন গঠন বিষয়ে গবেষণা এবং বিশেষত থিতানো ভারসাম্য আবিষ্কারের জন্য পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি ১৮৯৪-৯৭ সালের দিকে École Normale Supérieure স্কুলের সহকারী হিসেবে যোগ দিয়েছিলেন এবং এখানেই ক্যাথোড রশ্মিরঞ্জন রশ্মি নিয়ে গবেষণা করেন। পরবর্তিতে ১৯১০ সালে প্যারিসের সরবোনে এক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে যোগ দেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি ফ্রান্স দখল করে নেয়ার পূর্ব পর্যন্ত এখানেই কর্মরত ছিলেন।

জঁ-বাতিস্ত পেরাঁ
Jean Perrin 1926.jpg
জন্মসেপ্টেম্বর ৩০, ১৮৭০
মৃত্যু১৭ এপ্রিল ১৯৪২(1942-04-17) (বয়স ৭১)
জাতীয়তাFlag of France.svg ফ্রান্স
মাতৃশিক্ষায়তনএকোল নর্মাল সুপেরিয়র, প্যারিস বিশ্ববিদ্যালয়
পুরস্কারNobel prize medal.svg পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯২৬)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রপদার্থবিজ্ঞান
প্রতিষ্ঠানসমূহএকোল নর্মাল সুপেরিয়র, প্যারিস বিশ্ববিদ্যালয়
স্বাক্ষর
Jean Baptiste Perrin-signature-2.jpg

পাদটীকাসম্পাদনা

  1. এই ফরাসি ব্যক্তিনামটির বাংলা প্রতিবর্ণীকরণে উইকিপিডিয়া:বাংলা ভাষায় ফরাসি শব্দের প্রতিবর্ণীকরণ-এ ব্যাখ্যাকৃত নীতিমালা অনুসরণ করা হয়েছে।

বহিঃসংযোগসম্পাদনা