ছেলে কার (১৯৫৪-এর চলচ্চিত্র)
ছেলে কার ভারতীয় চলচ্চিত্র পরিচালক চিত্ত বসু পরিচালিত এবং চরণ চিত্রা প্রযোজিত ১৯৫৪ সালের বাংলা প্রণয়ধর্মী হাস্যরসাত্মক চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি ১৯৫৪ সালে বাংলায় সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরষ্কারে রাষ্ট্রপতির রৌপ্য পদক লাভ করে।[১] চলচ্চিত্রটি অশোক কুমার ও মীনা কুমারী অভিনীত হিন্দিতে বান্দিশ নামে পুনর্নির্মিত হয়। [২] চলচ্চিত্রটি তামিলে ইয়ার পাইয়ান এবং মালায়ালামে ভাগ্যেমুদ্রা নামে পুনর্নির্মিত হয়।
ছেলে কার | |
---|---|
![]() | |
পরিচালক | চিত্ত বসু (পরিচালক) |
প্রযোজক | চরণ চিত্রা |
রচয়িতা | জ্যোতির্ময় রায় |
চিত্রনাট্যকার | জ্যোতির্ময় রায় |
শ্রেষ্ঠাংশে | বিকাশ রায় ছুবি বিশ্বাস অরুন্ধতী দেবী মাস্টার টিয়াক |
সুরকার | কালীপদ সেন |
সম্পাদক | কামাল গাঙ্গুলী |
পরিবেশক | ছায়া বানি লিমিটেড |
মুক্তি | ১৯৫৩ |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
কাহিনী সংক্ষেপসম্পাদনা
টমেটো নামের একজন অনাথ তার পালক পিতার সাথে থাকে। তার বাবা খুব অসুস্থ এবং গুরুতর রোগে ভুগছেন, কয়েক মাসের মধ্যেই মারা যাবেন। তিনি টমেটোকে ধনকুবের কুণাল সেনের কাছে আশ্রয় নেওয়ার নির্দেশ দেয়। টমেটো গাড়ি রাখার একটি পার্কে কুণালের কাছে যায় এবং তাকে বাবা বলে ডাকে, হতবাক কুনাল অচেনা শিশু টমেটো থেকে পালানোর চেষ্টা করে কিন্তু পারে না। অনেক বাধা ও বিশৃঙ্খলার পরে কুনাল এবং তার মেয়ে বন্ধু মিলি অচেনা টমেটোকে ভালবাসতে শুরু করে।
কুশীলবসম্পাদনা
- বিকাশ রায় - কুনাল
- ভানু বন্দ্যোপাধ্যায় - মন্টি
- ছুবি বিশ্বাস - কুনালের বাবা
- অরুন্ধতী দেবী - মিলি
- তুলসী চক্রবর্তী
- নবদ্বীপ হালদার
- জহর রায় - রবিন
- সুপ্রভা মুখার্জি - কুনালের মা
- জীবন বোস
- মাস্টার টিয়াক - টমেটো
- শান্তি ভট্টাচার্য
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "Chheley Kaar (1954)"। indiacine.ma। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০১৯।
- ↑ Deepa Gahlot। "Take-2: 50 Films That Deserve a New Audience"। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০১৮।
বহিঃসংযোগসম্পাদনা
- ইন্টারনেট মুভি ডেটাবেজে ছেলে কার (ইংরেজি)