ছেংগারচর পৌরসভা
ছেংগারচর পৌরসভা বাংলাদেশের চাঁদপুর জেলার অন্তর্গত একটি পৌরসভা।[১]
ছেংগারচর | |
---|---|
পৌরসভা | |
ছেংগারচর পৌরসভা | |
বাংলাদেশে ছেংগারচর পৌরসভার অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°২৪′৫৯″ উত্তর ৯০°৩৭′৫০″ পূর্ব / ২৩.৪১৬৩৯° উত্তর ৯০.৬৩০৫৬° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চাঁদপুর জেলা |
উপজেলা | মতলব উত্তর উপজেলা |
প্রতিষ্ঠাকাল | ৫ এপ্রিল ১৯৯৮ |
আয়তন | |
• মোট | ৩৫.৩৫ বর্গকিমি (১৩.৬৫ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৭৪,৫৬৫ |
• জনঘনত্ব | ২,১০০/বর্গকিমি (৫,৫০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৬৯% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৬৪৩ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন
সম্পাদনাছেংগারচর পৌরসভার আয়তন ৩৫.৩৫ বর্গ কিলোমিটার (৮,৭৩৪ একর)।[২]
জনসংখ্যা
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ছেংগারচর পৌরসভার মোট জনসংখ্যা ৩৬,৬৯১ জন। এর মধ্যে পুরুষ ১৮,০৯৩ জন এবং মহিলা ১৮,৫৯৮ জন। মোট পরিবার ৭,৮৮৪টি।[২]
অবস্থান ও সীমানা
সম্পাদনামতলব উত্তর উপজেলার উত্তর-পশ্চিমাংশে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর মেঘনা–ধনাগোদা প্রকল্পের অভ্যন্তরে ছেংগারচর পৌরসভার অবস্থান। এটি চাঁদপুর জেলা শহর হতে ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত। এ পৌরসভার উত্তরে ষাটনল ইউনিয়ন; পশ্চিমে ষাটনল ইউনিয়ন ও কলাকান্দা ইউনিয়ন; দক্ষিণে মোহনপুর ইউনিয়ন, গজরা ইউনিয়ন ও ফতেপুর পশ্চিম ইউনিয়ন এবং পূর্বে গজরা ইউনিয়ন, দুর্গাপুর ইউনিয়ন ও সাদুল্লাপুর ইউনিয়ন অবস্থিত।
প্রতিষ্ঠাকাল
সম্পাদনাগণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সরকার বিভাগ কর্তৃক এক প্রজ্ঞাপনের মাধ্যমে ১৯৯৮ সালের ৫ এপ্রিল ছেংগারচর পৌরসভা হিসেবে যাত্রা শুরু করে।[৩] এ পৌরসভার প্রথম পৌর প্রশাসক নিযুক্ত হন মতলব উত্তর উপজেলার তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তৎকালীন মতলব উপজেলাধীন ছেংগারচর ইউনিয়নের সম্পূর্ণ অংশ নিয়েই ছেংগারচর পৌরসভার প্রশাসনিক এলাকা বিস্তৃত। তৎকালীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রাণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি এ পৌরসভাটি প্রতিষ্ঠা করেন। ২০১১ সালের ৭ আগস্ট এ পৌরসভাটি গ শ্রেণী থেকে খ শ্রেণীতে উন্নীত হয়। পরবর্তীতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় বিভাগ কর্তৃক ২০১৭ সালের ১১ জানুয়ারী অপর এক প্রজ্ঞাপনে এ পৌরসভা কে ক শ্রেণীতে উন্নীত করা হয়।[৪]
প্রশাসনিক এলাকা
সম্পাদনাছেংগারচর পৌরসভায় ৯টি ওয়ার্ড রয়েছে।[২] এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম মতলব উত্তর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬১নং নির্বাচনী এলাকা চাঁদপুর-২ এর অংশ।
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাশিক্ষা
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ছেংগারচর পৌরসভার সাক্ষরতার হার ৫৯.২% এবং বর্তমানে সাক্ষরতার হার ৬৯%।[২] এ পৌরসভায় ১টি সরকারি কলেজ, ২টি স্কুল এন্ড কলেজ, ১টি সরকারি সহ মোট ৫টি মাধ্যমিক বিদ্যালয় এর মধ্যে একটি বালিকা বিদ্যালয় রয়েছে ও ৯টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এছাড়া ব্যক্তিগত উদ্যোগে কিছু কিন্ডারগার্টেন রয়েছে।
- কলেজ
- ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজ
- জীবগাঁও জেনারেল হক স্কুল এন্ড কলেজ
- শরীফউল্লা স্কুল এন্ড কলেজ
- মাধ্যমিক বিদ্যালয়
- ইমামপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়
- ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়
- সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়
- ওটারচর উচ্চবিদ্যালয়
- ঝিনাইয়া উচ্চবিদ্যালয়
- রুহিতারপাড় ডি এম উচ্চ বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- নবাব নগর সরকারী প্রথমিক বিদ্যালয়
- ইমামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- আদুরভিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ওটারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ছেংগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- জীবগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ঠাকুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- তালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর ব্যাসদি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রুহিতারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়
- আহম্মদিয়া সরকারী প্রথমিক বিদ্যালয়(এমএম কান্দি)
- উত্তর ছেংগারচর মডেল স্কুল
- সিকিরচর প্রাথমিক বিদ্যালয়
- পাচগাছিয়া সরকারী প্রথমিক বিদ্যালয়
অর্থনীতি
সম্পাদনামূলত কৃষি, ব্যবসা এবং বৈদেশিক রেমিটেন্স থেকে এ পৌরসভার অর্থনীতি নির্ভরশীল।
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
সম্পাদনা- নওয়াব আলী–ঢাকা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ।
- রফিকুল ইসলাম–একুশে পদক প্রাপ্ত কথা সাহিত্যিক এবং বাংলাদেশের প্রথম নজরুল গবেষক।
- মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া–বীর বিক্রম খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং প্রাক্তন মন্ত্রী।
- মোঃ নুরুল হুদা–বীর মুক্তিযোদ্ধা এবং প্রাক্তন সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী।
- শামসুল হক ভূঁইয়া–প্রাক্তন সংসদ সদস্য ও পূর্ণ মন্ত্রী।
- হুমায়ূন কবীর ঢালী–শিশু সাহিত্যিক ও বাংলাদেশ শিশুসাহিত্যিক ফোরামের সভাপতি।
- নূরুল আমিন রুহুল–সংসদ সদস্য।
জনপ্রতিনিধি
সম্পাদনা- প্রথম - পৌর-চেয়ারম্যান আমেনা বেগম
- দ্বিতীয়- পৌর-চেয়ারম্যান আমেনা বেগম
- তৃতীয়- পৌর-মেয়র বিল্লাল হোসেন সরকার
- চতুর্থ- পৌর-ভারপ্রাপ্ত মেয়র-হাজী মো:রুহুল আমিন মোল্লা
- পঞ্চম-পৌর-মেয়র-মোহাম্মদ রফিকুল আলম জর্জ
- ষষ্ঠ- পৌর- মেয়র মোঃ আরিফউল্ল্যা সরকার
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ছেংগারচর পৌরসভা
- ↑ ক খ গ ঘ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০২০।
- ↑ মতলব পৌরসভা: দলীয় মনোনয়নের অপেক্ষা, বিডি নিউজ টোয়েন্টিফোর, ২৭ নভেম্বর ২০১৫ ইং, ২০১৫-১১-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা, সংগ্রহের তারিখ 2017-02-26 এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য) - ↑ ছেংগারচর পৌরসভা প্রথম শ্রেণীতে উন্নীত, দৈনিক আজকের কালের চিত্র, ১২ জানুয়ারী ২০১৭ ইং, ২০১৭-০১-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা, সংগ্রহের তারিখ 2017-01-12 এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য)
বহিঃসংযোগ
সম্পাদনাএই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |