ছায়া ছবি
ছায়া ছবি মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত এবং নাইন এন্টারটেইনমেন্ট প্রযোজিত একটি ঢালিউড প্রণয়ধর্মী চলচ্চিত্র। ছবিতে আরিফিন শুভ এবং পূর্ণিমা প্রধান চরিত্রে অভিনয় করেছেন। সংগীত পরিচালনা করেছেন আরেফিন রুমি।
ছায়া ছবি | |
---|---|
পরিচালক | মুহাম্মদ মোস্তফা কামাল রাজ |
প্রযোজক | নাইন এন্টারটেইনমেন্ট |
চিত্রনাট্যকার | মুহাম্মদ মোস্তফা কামাল রাজ |
কাহিনিকার | মুহাম্মদ মোস্তফা কামাল রাজ |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | আরেফিন রুমি |
চিত্রগ্রাহক | খাইর খন্দকার |
পরিবেশক | অগ্নিবীণা |
মুক্তি | মুক্তির অপেক্ষাধীন[১] |
দেশ | Bangladesh |
ভাষা | বাংলা |
শ্রেষ্ঠাংশে
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Purnima returns to the silver screen with 'Voboghure'"। Dhaka Tribune। ১ নভেম্বর ২০১৭।
আরও পড়ুন
সম্পাদনা- ছায়া-ছবি’র শুভ-পূর্ণিমা। banglanews24.com। ৩ জুন ২০১২।
- ‘ছায়া-ছবি’র গানের অ্যালবাম বাজারে। Prothom Alo। ১০ এপ্রিল ২০১২। ২৬ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০২১।