ছাড়পত্র (কাব্যগ্রন্থ)

সুকান্ত ভট্টাচার্য রচিত বই

ছাড়পত্র সুকান্ত ভট্টাচার্য রচিত ১৯৪৮ সালে প্রকাশিত বাংলা কাব্যগ্রন্থ। এই গ্রন্থের কবিতাগুলো রচিত হয় ১৯৪৩ থেকে ১৯৪৭ সালের মধ্যে।[১] মাত্র একুশ বছর বয়সে সুকান্ত মারা যাবার কিছুদিন পূর্বে এই কাব্যগ্রন্থ প্রকাশিত হয়।[২][৩]

ছাড়পত্র
সংস্করণের প্রচ্ছদ
লেখকসুকান্ত ভট্টাচার্য
দেশভারত
ভাষাবাংলা
বিষয়কবিতা
প্রকাশিত১৯৪৮
মিডিয়া ধরনছাপা (হার্ডকভার)

সুকান্ত যখন রোগাক্রান্ত হয়ে শয্যাশায়ী, ঠিক সে মুহুর্তেও তার সাহিত্যচর্চার ব্যাঘাত ঘটে নি | অসুস্থ অবস্থায় নিজেদের ঘরের সিঁড়ি দেখে শোষক শ্রেণী আর শোষিতের প্রতিক বানিয়ে লিখলেন "সিঁড়ি" | এভাবে এ কাব্যগ্রন্থের "চিল", "সিগারেট" ও "চারাগাছ" লিখলেন তিনি | যেগুলো দিয়ে এই কাব্যগ্রন্থ "ছাড়পত্র".।

কবিতাসমূহ সম্পাদনা

কাব্যগ্রন্থটিতে মোট ৩৭টি কবিতা স্থান পেয়েছে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. Dipesh Chakrabarty (২০০৮)। Provincializing Europe: Postcolonial Thought and Historical Difference। Princeton University Press। পৃষ্ঠা 282–। আইএসবিএন 978-0-691-13001-9। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০১২ 
  2. Sāhitya Akademi (১৯৮০)। Indian literature। Sähitya Akademi.। পৃষ্ঠা 575। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০১২ 
  3. Sunil Gangopadhyaya (১ জানুয়ারি ২০০০)। Purbo-paschim। Sahitya Akademi। পৃষ্ঠা 637। আইএসবিএন 978-81-260-1002-8। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০১২ 

বহিঃসংযোগ সম্পাদনা