ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়

ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ফেনী জেলার ছাগলনাইয়া পৌরসভার ৫নং ওয়ার্ডে অবস্থিত একটি মাধ্যমিক পর্যায়ের সরকারি স্কুল।

ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়
ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের লোগো.jpg
প্রাতিষ্ঠানিক লোগো
অবস্থান
পশ্চিম ছাগলনাইয়া,

,
ছাগলনাইয়া–৩৯১০,

তথ্য
ধরনসরকারি মাধ্যমিক বিদ্যালয়
নীতিবাক্যজ্ঞানই শক্তি
প্রতিষ্ঠাকাল১ নভেম্বর ১৯১৫; ১০৭ বছর আগে (1915-11-01)
অবস্থাসক্রিয়
বিদ্যালয় বোর্ডমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা
বিদ্যালয় জেলাফেনী জেলা
সেশনজানুয়ারি–ডিসেম্বর
বিদ্যালয় কোড১০৬৪৬১
প্রধান শিক্ষকমুহাম্মদ মোয়াজ্জেম হোসেন
অনুষদবিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা
শিক্ষকমণ্ডলী১৪
শ্রেণী৬ষ্ঠ–১০ম
লিঙ্গবালক
ভাষাবাংলাইংরেজি
শিক্ষায়তন৪.৪১ একর
ক্যাম্পাসের ধরনশহুরে
রংসাদা এবং গাঢ় নীল         
ওয়েবসাইটchhagalnaiyapilot.edu.bd

ইতিহাসসম্পাদনা

১ নভেম্বর, ১৯১৫ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় এর অধীনে নবম শ্রেণিতে পাঠদানের মধ্য দিয়ে যাত্রা শুরু করে ‘ছাগলনাইয়া ইংরেজি উচ্চ বিদ্যালয়।’ ১৯৭৭ সালে বিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘ছাগলনাইয়া পাইলট উচ্চ বিদ্যালয়’ করা হয়। পরবর্তীতে ২০১৫ সালে সরকারি করণের পর বিদ্যালয়ের নাম ‘ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়’এ পরিবর্তিত হয়।[১]

শ্রেণি, বিভাগ ও শাখা সমূহসম্পাদনা

বর্তমানে এ বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ৫টি ক্লাসে মোট ০৮টি শাখা রয়েছে। এ ছাড়াও কারিগরি শিক্ষার জন্য ৩টি ট্রেড আছে।[২]

  • ৬ষ্ঠ শ্রেণি
  • ৭ম শ্রেণি
  • ৮ম শ্রেণি
  • ৯ম-১০ম শ্রেণি;

বিভাগ: বিজ্ঞান, মানবিকব্যবসায় শিক্ষা

কারিগরি শিক্ষার ট্রেডসম্পাদনা

  • ইলেকট্রিক্যাল ট্রেড
  • মেকানিক্যাল ট্রেড
  • সিভিল ট্রেড

ইউনিফর্মসম্পাদনা

  • সাদা শার্ট     , গাঢ় নীল প্যান্ট      এবং সাদা কেডস্     [৩]

খেলাধুলা ও সহপাঠ্যকর্মসম্পাদনা

শিক্ষার্থীদের খেলাধুলার জন্য একটি মাঠ রয়েছে, যা মূল ভবনের সামনেই অবস্থিত। মাঠটি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, আন্তঃশ্রেণী ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনে ব্যবহৃত হয়।

ল্যাবরেটরিসম্পাদনা

বিদ্যালয়ে পদার্থবিজ্ঞান, রসায়নবিজ্ঞান, জীববিজ্ঞান, কম্পিউটার, কৃষি ইত্যাদি বিষয়ে শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষার জন্য রয়েছে ল্যাবরেটরি। এখানে বহু মূল্যবান যন্ত্রপাতি রয়েছে। শিক্ষার্থীদের ব্যবহারিক বিষয়ে জ্ঞান লাভের জন্য এসব উপকরণ ব্যবহৃত হয়।

গ্রন্থাগারসম্পাদনা

বিদ্যালয়টিতে রয়েছে বিশাল একটি গ্রন্থাগার। এতে রয়েছে বিভিন্ন ধরনের নামী-দামী কয়েক হাজার বই। শিক্ষার্থীরা এখানে সাচ্ছন্দ্যে বসে পড়তে পারে এবং তাদের পছন্দের বই নির্দিষ্ট সময়ের জন্য বাড়ি নিয়ে যেতে পারে।

বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডসম্পাদনা

বছরজুড়েই বিদ্যালয়ে নানা রকম সাংস্কৃতিক কর্মকাণ্ড পালন করা হয়। শহীদ দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, জাতির জনকের জন্মদিন ও বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠান যথাযথ মর্যাদার সাথে পালিত হয়। বর্ষবরণ, বাসন্তী উৎসব ইত্যাদি নানা রকম অনুষ্ঠান ছাত্র-শিক্ষক সম্মিলিতভাবে পালন করে। এছাড়াও প্রতি বছরই আয়োজিত হয় শিক্ষা সফর।

সংঘসম্পাদনা

এ বিদ্যালয়ে ৩টি সংঘ আছে।[৪] যথাঃ

আরো দেখুনসম্পাদনা

তথ্যসূত্রসম্পাদনা

  1. "ইতিহাস, ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়"chhagalnaiyapilot.edu.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-০৪ 
  2. "একনজরে, ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়"chhagalnaiyapilot.edu.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-০৪ 
  3. "ইউনিফর্ম, ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়"chhagalnaiyapilot.edu.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-০৪ 
  4. "সংগঠন ও অন্যান্য, ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়"chhagalnaiyapilot.edu.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-০৪