ছয়ঘরিয়া জোড়াশিব মন্দির

ছয়ঘরিয়া জোড়া শিব মন্দির বাংলাদেশের সাতক্ষীরা জেলায় অবস্থিত। এটি বাংলাদেশের একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা।[১]

ছয়ঘরিয়া জোড়াশিব মন্দির

অবস্থান সম্পাদনা

সাতক্ষীরা শহর থেকে প্রায় পাঁচ কিলোমিটার উত্তরে ছয়ঘরিয়া গ্রামে অবস্থিত।

নির্মাণ সম্পাদনা

বাংলা ১২২০ সালের পহেলা বৈশাখ ফকিরচাঁদ ঘোষ জোড়া মন্দির প্রতিষ্ঠা করেন। দুটি মন্দিরই বর্গাকৃতির। মন্দিরের দেয়ালের গায়ে বৈচিত্রময় টেরাকোটার নকশা আছে। ফুল, লতা-পাতা, পরী, বাদক, অশ্বারোহী, হস্তীরোহী, দেব-দেবী সহ নানা চিত্রের দেখা মেলে দেয়াল নকশায়। সাতক্ষীরা অঞ্চলে প্রাপ্ত টেরাকোটা ডিজাইন সমুহের মধ্যে ছয়ঘরিয়ার টেরাকোটার কাজ শ্রেষ্ঠ।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "সাতক্ষীরা জেলা"satkhira.gov.bd (ইংরেজি ভাষায়)। ২০২১-১০-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২৪ 

বহিঃসংযোগ সম্পাদনা