ছত্র মান সিংহ গুরাং

ছত্র মান সিংহ গুরাং নেপালি সেনাবাহিনীর একজন জেনারেল ছিলেন। ১৯৬৯ সালে ভারতীয় সামরিক একাডেমীতে যোগ দেওয়া ছত্র মান সিংহ ১৯৭১ সালে নেপালি সেনাবাহিনীতে কমিশনপ্রাপ্ত হয়েছিলেন।[১] উচ্চতর প্রশিক্ষণ তিনি যুক্তরাষ্ট্র এবং চীন থেকে নিয়েছিলেন। ২০০৯ সালের ৯ সেপ্টেম্বর নেপালি সেনাবাহিনীর প্রধান নেতৃত্বে আসেন ছত্র মান।

ছত্র মান সিংহ গুরাং
জন্ম (1952-07-18) ১৮ জুলাই ১৯৫২ (বয়স ৭১)
আনুগত্য   নেপাল
সেবা/শাখানেপালি সেনাবাহিনী
পদমর্যাদা মহারথী (জেনারেল)
নেতৃত্বসমূহনেপালি সেনাবাহিনী প্রধান

তথ্যসূত্র সম্পাদনা

  1. "IMA-trained Gurung new Nepal army chief"hindustantimes.com। ১০ সেপ্টেম্বর ২০০৯। 

বহিঃসংযোগ সম্পাদনা