চ্যরিল নরমান হিঙ্ঘলিউড
রসায়নে নোবেল পুরষ্কার বিজয়ী
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। |
স্যার চ্যরিল নরমান হিঙ্ঘলিউড একজন ইংরেজ ভৌত রসায়নবিদ। তিনি ১৯৫৬ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন।
স্যার চ্যরিল নরমান হিঙ্ঘলিউড | |
---|---|
![]() | |
জন্ম | লন্ডন, ইংল্যান্ড | ১৯ জুন ১৮৯৭
মৃত্যু | ৯ অক্টোবর ১৯৬৭ | (বয়স ৭০)
কর্মক্ষেত্র | ভৌত রসায়ন |
প্রতিষ্ঠান | অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় |
প্রাক্তন ছাত্র | অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় |
পিএইচডি উপদেষ্টা | Harold Hartley |
উল্লেখযোগ্য ছাত্রবৃন্দ | Keith J. Laidler |
উল্লেখযোগ্য পুরস্কার | রসায়নে নোবেল পুরস্কার ১৯৫৬ |
জীবনীসম্পাদনা
হিঙ্ঘলিউড ১৮৯৭ সালের ১৯ জুন লন্ডনে জন্মগ্রহণ করেন। প্রথম বিশ্বযুদ্ধে তিনি একটি বিস্ফোরক কারখানায় রসায়নবিদ হিসেবে কাজ করেন। ১৯২১ থকে ১৯৩৭ সাল পর্যন্ত তিনি ট্রিনিটি কলেজে টিউটর ছিলেন। ১৯৩৭ সালে তিনি রসায়নের অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। ১৯৫৫ থেকে ১৯৬০ সাল পর্যন্ত তিনি রয়েল সোসাইটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।
সম্মাননাসম্পাদনা
অর্ডার অব মেরিট, ১৯৬০
তথ্যসূত্রসম্পাদনা
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |