চেচেন ভাষা
চেচেন ভাষা (Нохчийн мотт, Noxçiyn mott) হল একটি উত্তর-পূর্ব ককেশীয় ভাষা, যা প্রায় ২ মিলিয়ন মানুষের মুখের ভাষা। বেশিরভাগ চেচেন প্রজাতন্ত্র এবং আংশিকভাবে সমগ্র রাশিয়া, ইউরোপ, জর্ডান, মধ্য এশিয়া (প্রধানত কাজাখস্তান এবং কিরগিজস্তান) ও জর্জিয়া জুড়ে চেচেন জাতির লোকেরা এই ভাষায় কথা বলে।[২]
চেচেন ভাষা | |
---|---|
Нохчийн мотт Noxçiyn mott | |
উচ্চারণ | [ˈnɔxt͡ʃĩː mu͜ɔt] |
দেশোদ্ভব | উত্তর ককেশাস |
অঞ্চল | চেচনিয়া, ইঙ্গুশেতিয়া, দাগেস্তান |
জাতি | চেচেন |
মাতৃভাষী | ২ মিলিয়ন[১]
|
সিরিলীয় লিপি (বর্তমান) আরবি বর্ণমালা (পূর্বে) লাতিন বর্ণমালা (পূর্বে) | |
সরকারি অবস্থা | |
সরকারি ভাষা | রাশিয়া |
ভাষা কোডসমূহ | |
আইএসও ৬৩৯-১ | ce |
আইএসও ৬৩৯-২ | che |
আইএসও ৬৩৯-৩ | che |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ এথ্নোলগে চেচেন ভাষা (১৮তম সংস্করণ, ২০১৫)
- ↑ "Chechen table of correspondence Cyrillic-Roman (BGN/PCGN 2008 Agreement)" (পিডিএফ)। National Geospatial-Intelligence Agency। সংগ্রহের তারিখ ২০২২-০২-০৪।