চেচুয়া বিল, ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নে অবস্থিত একটি বিল[১][২]

চেচুয়া বিল
লাল শাপলার রাজ্য
অবস্থানরামপুর ইউনিয়ন, ত্রিশাল, ময়মনসিংহ
ধরনবিল
পৃষ্ঠতল অঞ্চল২০ একর

অবস্থান সম্পাদনা

ত্রিশাল বাসস্ট্যান্ড থেকে ৩ কি.মি. দূরে ৫ নং রামপুর ইউনিয়ন এর ২ নং ও ৩ নং ওয়ার্ড জুড়ে এর অবস্থান।

বর্ণনা সম্পাদনা

বর্ষা মৌসুমে থেকে শুরু করে শীতের শুরু পর্যন্ত প্রচুর শাপলা ফুটতে দেখা যায়। নৌকায় চড়ে পুরো বিলের সৌন্দর্য্য উপভোগ করা যায়। প্রতিদিন অসংখ্য ভ্রমণপিপাসু এই পদ্মবিলের সৌন্দর্য্য অবলোকন করতে আসেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ভ্রমণপিপাসুদের অভ্যর্থনা জানাচ্ছে ত্রিশালের চেচুয়া বিল"Barta24 (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৮-২৫ 
  2. "পর্যটকদের প্রিয় জায়গা হয়ে উঠছে ত্রিশালের চেচুয়া বিল"আজকের পত্রিকা। সংগ্রহের তারিখ ২০২২-০৮-২৫