চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

বাংলাদেশের একটি বালিকা উচ্চ বিদ্যালয়

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়। ১৯১৪ খ্রিষ্টাব্দে এই বিদ্যালয়টি বর্তমান চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলায় প্রতিষ্ঠিত হয় এবং ২০১২ খ্রিষ্টাব্দে বিদ্যালয়টি ডাবলশিফটে উন্নিত হয়। বিদ্যালয়টিতে তৃতীয় থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঠদান হয়।[১]

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের লোগো.jpg
ঠিকানা
Map
শহীদ আবুল কাশেম সড়ক,


স্থানাঙ্ক২৩°৩৮′৩৪.৫৪″ উত্তর ৮৮°৫০′৫৩.৪২″ পূর্ব / ২৩.৬৪২৯২৭৮° উত্তর ৮৮.৮৪৮১৭২২° পূর্ব / 23.6429278; 88.8481722
তথ্য
প্রতিষ্ঠাকাল১৯১৪; ১০৯ বছর আগে (1914)[২]
বিদ্যালয় বোর্ডমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর
বিদ্যালয় জেলা
ইআইআইএন১১৫৩৪৮[৩]
প্রধান শিক্ষকদিল আরা চৌধুরী[৪]
লিঙ্গবালিকা

ইতিহাসসম্পাদনা

বর্তমান অবস্থাসম্পাদনা

বর্তমানে বিদ্যালয়টিতে দুই শিফটে প্রায় ২১০০ ছাত্রী অধ্যায়নরত এবং বিদ্যালয়ে শিক্ষকবৃন্দের সংখ্যা ৫৩ জন।[৫]

অবকাঠামোসম্পাদনা

বিদ্যালয়ের একটি মাঠ রয়েছে। বিদ্যালয়ে স্থাপনা বলতে রয়েছে: একটি চারতলা, একটি তিনতলা ভবন এবং দুইটি দুইতলা ভবন যার মধ্যে একটি লাইব্রেরি ভবন। লাইব্রেরিতে ১৫০০ টির ও বেশি বই রয়েছে।

ভর্তিসম্পাদনা

এই বিদ্যালয়ে মূলত শিক্ষার্থীরা তৃতীয় ও ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হওয়ার সুযোগ লাভ করে। লটারির মাধ্যমে ছাত্রীদের নির্বাচন করা হয়। তৃতীয় শ্রেণীতে প্রতি শাখায় ৬০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পায়। প্রভাতী শিফটে ১২০ জন ও দিবা শিফটে ১২০ জনসহ মোট ২৪০ জন ভর্তি হতে পারে। এছাড়াও ষষ্ঠ শ্রেণীতে প্রতি শাখায় ৩ জন ভর্তির সুযোগ পায়। প্রভাতী শিফটে ১২ জন ও দিবা শিফটে ১২ জনসহ মোট ২৪ জন ভর্তি হতে পারে। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে এই ভর্তি কার্যক্রম শেষ হয়।[৬][৫] কিন্তু বর্তমানে লটারির মাধ্যমে ভর্তির কার্যক্রম অনুষ্ঠিত হয়।

তথ্যসূত্রসম্পাদনা

  1. "চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নতুন ভবন চুয়াডাঙ্গা। (School) - Chuadanga, Khulna"www.helpmecovid.com। সংগ্রহের তারিখ ২০২২-০৮-২৮ 
  2. "চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নতুন ভবন চুয়াডাঙ্গা। (School) - Chuadanga, Khulna"www.helpmecovid.com। সংগ্রহের তারিখ ২০২২-০৮-২৮ 
  3. "EMIS | DSHE"www.emis.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৮-২৮ 
  4. Rana, Masud (২০২২-০৯-০৮)। "চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা"loksamaj (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১১-২২ 
  5. "Chuadanga Govt Girls' High School"cgghs.edu.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-০৩ 
  6. "চুয়াডাঙ্গা ভিজে সরকারি উচ্চ বিদ্যালয় ও চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির আবেদন গ্রহণ শুরু"mathabhanga.com