চিলি জাতীয় ক্রিকেট দল

(চিলি ক্রিকেট দল থেকে পুনর্নির্দেশিত)

চিলি জাতীয় ক্রিকেট দল আন্তর্জাতিক ক্রিকেট খেলায় চিলির প্রতিনিধিত্বকারী দল।

চিলি জাতীয় ক্রিকেট দল
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল
আইসিসি মর্যাদাঅনুমোদিত সদস্য (২০০২)
আইসিসি অঞ্চলআমেরিকাস
বিশ্ব ক্রিকেট লিগনা
আন্তর্জাতিক ক্রিকেট
প্রথম আন্তর্জাতিক১৮৯৩ বনাম আর্জেন্টিনা
৩১ জুলাই ২০০৭ অনুযায়ী

ইতিহাস সম্পাদনা

১৮২৯ সালে চিলিতে প্রথম ক্রিকেট খেলা হয়েছিল এবং প্রথম ক্রিকেট ক্লাব ভালপারাইসো ১৮৬০ সালে প্রতিষ্ঠিত হয়। তার ১৮৯৩ সালে আর্জেন্টিনার বিপক্ষে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে।[১]

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর চিলির ক্রিকেট আগ্রহ হ্রাস পায়। এর জন্য ২০০২ সালের আগে চিলি আইসিসি এর সদস্যপদ নেয় নি । [২]

অনুমোদিত সদস্য হিসেবে চিলি প্রথম ২০০৬ সালে সুরিনাম-এ আইসিসি আমেরিকাস চ্যাম্পিয়নশিপ এর তৃতীয় বিভাগে অংশ নেয়। শুধু ব্রাজিল ব্রাজিল-কে হারিয়ে ঐ টুর্নামেন্ট-এ চিলি তৃতীয় হয়।

একই টুর্নামেন্ট ২০০৮ সালে অনুষ্ঠিত হয়। সেখানে চিলি ব্রাজিল বাদে বাকি সব দলকে হারিয়ে দ্বিতীয় হয়।

টুর্নামেন্ট ইতিহাস সম্পাদনা

আইসিসি আমেরিকাস চ্যাম্পিয়নশিপ সম্পাদনা

  • ২০০৬: তৃতীয় (তৃতীয় বিভাগ)
  • ২০০৮: দ্বিতীয়
  • ২০০৯: তৃতীয়

তথ্যসূত্র সম্পাদনা

  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৬ আগস্ট ২০০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০১৪ 
  2. "Cricket Archieve" 

বহিঃসংযোগ সম্পাদনা