চিলমারী ইউনিয়ন, চিলমারী

কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার একটি ইউনিয়ন

৫নং চিলমারী ইউনিয়ন বাংলাদেশের রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার চিলমারীর অন্তর্গত একটি ইউনিয়ন।[২]

চিলমারী ইউনিয়ন
ইউনিয়ন
৫নং চিলমারী ইউনিয়ন পরিষদ।
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলাকুড়িগ্রাম জেলা
উপজেলাচিলমারী উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
 • মোট৬৬.৫৪ বর্গকিমি (২৫.৬৯ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট৬,৭৯৫ (২,০০১)[১]
সাক্ষরতার হার
 • মোট২৬.৭৮%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

নামকরণ সম্পাদনা

চিলমারী মৌজা ও গ্রামের নামানুসারে এ ইউনিয়নের নাম চিলমারী ইউনিয়ন রাখা হয়। কথিত আছে, ব্রিটিশ আমল এই অঞ্চলে চিলের উপদ্রব অস্বাভাবিক হয়ে পড়ে। মানুষ চিলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওঠে। ইংরেজ সেনাদের কাছে খবর পৌঁছালে তারা বন্দুক নিয়ে চিলের সাথে রীতিমত যুদ্ধ ঘোষণা করে। জনতাও আনন্দের সাথে সে যুদ্ধ উপভোগ করতে দলে দলে আসতে থাকে, আর মুখে একটাই রব চলো চিল মারি। ধারণা করা হয়, এই ঘটনা থেকেই এই এলাকার নাম চিলমারী হয়েছে।[২]

অবস্থান সম্পাদনা

চিলমারী উপজেলার প্রাণকেন্দ্রে এ ইউনিয়ন পরিষদটি অবস্থিত।[২]

গ্রামের সংখ্যা সম্পাদনা

প্রতিষ্ঠান সম্পাদনা

এ ইউনিয়নে কলেজ আছে তিনটি।[২]

যোগাযোগ ব্যবস্থা সম্পাদনা

কুড়িগ্রাম জেলা থেকে চিলমারী উপজেলা সদরের প্রাণকেন্দ্রে হওয়ায় যোগাযোগ ব্যবস্থা ভালো। কুড়িগ্রাম জেলা সদর হতে দক্ষিণে ২৭ কিলোমিটার ।[২]

ধর্মীয় অবস্থা সম্পাদনা

এই ইউনিয়নের শতভাগ জনসংখ্যা মুসলমান।

হাট বাজার সম্পাদনা

  • কড়াই বরিশাল হাট বাজার।

দর্শনীয় স্থান সম্পাদনা

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "চিলমারী উপজেলা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০২১-০৭-৩০ 
  2. উপজেলা, চিলমারী (৩০ জুলাই ২০২১)। "চিলমারী উপজেলা"চিলমারী উপজেলা। ৩০ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০২১