চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি
চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) বাংলাদেশের চট্টগ্রামে অবস্থিত ব্যবসা এবং কর্পোরেট খাতে প্রতিনিধিত্বকারী শিল্প নেতৃত্ব প্রদানকারী একটি শিল্প পরিচালিত সংস্থা। এটি ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠান বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের কৌশলগত অর্থনৈতিক উন্নয়ন এবং আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্রের প্রচারক এবং প্রধান প্রবক্তা হিসেবে কাজ করে।
![]() | |
গঠিত | ১৯৫৯ |
---|---|
আইনি অবস্থা | সক্রিয় |
সদরদপ্তর | জাহান বিল্ডিং |
অবস্থান | |
স্থানাঙ্ক | ২২°১৯′৩৭″ উত্তর ৯১°৪৮′৪৮″ পূর্ব / ২২.৩২৬৯৪° উত্তর ৯১.৮১৩৩৩° পূর্ব |
যে অঞ্চলে | চট্টগ্রাম জেলা |
দাপ্তরিক ভাষা | বাংলা, ইংরেজি |
সভাপতি | মাহবুব আলম |
সিনিয়র সহ-সভাপতি | মোহাম্মদ নুরুন নেওয়াজ |
সহ-সভাপতি | সৈয়দ জামাল আহমেদ |
ওয়েবসাইট | www |
ইতিহাসসম্পাদনা
সিসিসিআই, সর্বপ্রথম ১৯৫৫ সালের আগস্টে চট্টগ্রামের আন্দরকিল্লায় ন্যাশনাল প্রেসের ভবনে কার্যক্রম শুরু করে। পরবর্তীতে ১৯৬০ সালে আগ্রাবাদে অবস্থিত জাহান বিল্ডিং-এর বর্তমান অবস্থানে এর সকল কার্যক্রম স্থানান্তরিত হয়।[১]
আরও দেখুনসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ মোহাম্মদ খালেক, সম্পাদক (নভেম্বর ১৯৯৫)। "সিসিসিআই"। হাজার বছরের চট্টগ্রাম। চট্টগ্রাম: দৈনিক আজাদী। পৃষ্ঠা ১১১।