চাহাত (১৯৯৬-এর চলচ্চিত্র)

১৯৯৬ সালের বলিউড চলচ্চিত্র

চাহত (হিন্দি: चाहत, উর্দু: چاہت‎‎ আকাঙ্ক্ষা) ১৯৯৬ সালের একটি বলিউড চলচ্চিত্র। ছবিটি পরিচালনা করেছেন মহেশ ভাট এবং যৌথভাবে প্রযোজনা করেছেন রবিন ভাট ও বিরল লাখিয়া। ছবিতে প্রধান দু'টি চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খানপূজা ভাট ও খলনায়কের ভূমিকায় আছেন নাসিরুদ্দিন শাহ্। ছবিটি ১৯৯৬ সালের ৬ জুন মুক্তি লাভ করে। শাহরুখ খান অক্টোবর ২০১৩ সালে মহেশ ভাটের কাছ থেকে রেড চিলিজ এন্টারটেইনমেন্টের ব্যানারে এই ছবির স্বত্ব কিনে নেন।[১]

চাহত
চলচ্চিত্রের বাণিজ্যিক পোস্টার
পরিচালকমহেশ ভাট
প্রযোজকরবিন ভাট
বিরল লাখিয়া
রচয়িতারবিন ভাট
আকাশ খুরানা
জাভেদ সিদ্দিকী
শ্রেষ্ঠাংশেশাহরুখ খান
পূজা ভাট
নাসিরুদ্দিন শাহ্
অনুপম খের
রম্য কৃষ্ণা
সুরকারঅনু মালিক
চিত্রগ্রাহকঅশোক বেহল
সম্পাদকভারত সিং
পরিবেশকভাট প্রোডাকসন্স
মুক্তি৬ জুন, ১৯৯৬
স্থিতিকাল১৪৬ মিনিট
দেশভারত
ভাষাহিন্দি

শ্রেষ্ঠাংশে সম্পাদনা

  • শাহরুখ খান ... রূপ রাঠোর
  • পূজা ভাট ... পূজা
  • নাসিরুদ্দিন শাহ্ ... অজয় নারং
  • রম্য কৃষ্ণা ... রেশমা নারং (অজয়'এর বোন)
  • অনুপম খের ... সাম্বুনাথ রাঠোর (রূপ'এর বাবা)
  • অভতার গিল ... পূজা'র মামা
  • মুশতাক খান ... অন্য (কফি দোকানের মালিক)
  • পঙ্কজ বেরি ... রাজা
  • অক্ষ্মিকন্ত বের্দে ... ভাজি রাও
  • শ্রী ভাল্লাভ ভ্যাস ... পাতেল

সংগীত সম্পাদনা

সাউন্ড ট্র্যাক সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Shah Rukh Khan acquires rights of his film 'Chahat' from Mahesh Bhatt"The Indian Express। Mumbai। ৯ অক্টোবর ২০১৩। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২১ 

বহিঃসংযোগ সম্পাদনা