চামেলি (চলচ্চিত্র)

হিন্দি ভাষার চলচ্চিত্র

চামেলি ২০০৪ সালের হিন্দি ভাষার নাট্যধর্মী চলচ্চিত্র।[১][২][৩] এটি পরিচালনা করেন অনন্ত বালানি, যিনি চলচ্চিত্রটির কাজ সম্পন্ন হওয়ার আগেই মারা যান। এরপর বাকি কাজ সম্পন্ন করেন সুধীর মিশ্র। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন কারিনা কাপুররাহুল বোস। চলচ্চিত্রটি পরবর্তীকালে তেলুগু ভাষায় জাবিলাম্মা নামে পুনর্নির্মিত হয়, যাতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন নবনীত কৌর ও রাজিব কঙ্কালা। এটি রিঙ্কি খান্নার বিয়ের পর সর্বশেষ চলচ্চিত্র। এরপর তিনি অভিনয় থেকে অবসরে যান।

চামেলি
চলচ্চিত্রের পোস্টার
পরিচালকঅনন্ত বালানি
সুধীর মিশ্র
প্রযোজকউদয়নিধি স্ট্যালিন
প্রীতিশ নন্দী
রঞ্জিতা প্রীতিশ নন্দী
রচয়িতাঅনন্ত বালানি
শ্রেষ্ঠাংশে
সুরকারসন্দেশ শাণ্ডিল্য
চিত্রগ্রাহকআর. রথনাবেলু
সম্পাদকশ্রীকর প্রসাদ
প্রযোজনা
কোম্পানি
পরিবেশকরেড জায়ান্ট মুভিজ
মুক্তি
  • ৯ জানুয়ারি ২০০৪ (2004-01-09)
স্থিতিকাল১০৮ মিনিট
দেশভারত
ভাষাহিন্দি
নির্মাণব্যয়$০.৫ মিলিয়ন

অভিনয়শিল্পীদল সম্পাদনা

  • কারিনা কাপুর - চামেলি
  • রাহুল বোস - আমন কাপুর
  • রিঙ্কি খান্না - নেহা কাপুর
  • শাহিল রাইচাঁদ
  • যশপাল শর্মা - কে.পি. সিং
  • সত্যজিৎ শর্মা - পুলিশ ইনস্পেকটর
  • পঙ্কজ ঝা - উসমান বিলাল
  • কবির সদানন্দ - হাসিনা খান
  • মকরন্দ দেশপাণ্ডে - ট্যাক্সি ড্রাইভার
  • মহেক চাহাল - "সাজনা বে সাজনা" গানে বিশেষ উপস্থিতি
  • তরুণ শুক্লা - কর্পোরেটরের লোক

সঙ্গীত সম্পাদনা

চামেলি
কর্তৃক সাউন্ডট্র‍্যাক
মুক্তির তারিখ৮ ডিসেম্বর ২০০৩
ঘরানাচলচ্চিত্রের সাউন্ডট্র‍্যাক
সঙ্গীত প্রকাশনী
T-Series
প্রযোজকরঞ্জিতা প্রীতিশ নন্দী
সন্দেশ শাণ্ডিল্য কালক্রম
অ্যায়তরাজ
(২০০৪)
চামেলি
(২০০৩)
কাল
(২০০৫)

চলচ্চিত্রটির সুর করেছেন সন্দেশ শাণ্ডিল্য। গীত লিখেছেন ইরশাদ কামিল[৪]

সকল গানের গীতিকার ইরশাদ কামিল; সকল গানের সুরকার সন্দেশ শাণ্ডিল্য

গানের তালিকা
নং.শিরোনামকণ্ঠশিল্পী(গণ)দৈর্ঘ্য
১.""ভাগে রে মন""সুনিধি চৌহান৫:৩৩
২.""সাজনা বে সাজনা""সুনিধি চৌহান৩:৫৭
৩.""সাজনা বে সাজনা ২""সুনিধি চৌহান৩:৫৭
৪.""জানে কিউ হামকো" - নারী"সুনিধি চৌহান৪:২৩
৫.""জানে কিউ হামকো" - দ্বৈত (সংস্করণ ১)"সুনিধি চৌহান ও জাভেদ আলী৪:৩৩
৬.""জানে কিউ হামকো" - দ্বৈত (সংস্করণ ২)"সুনিধি চৌহান ও উদিত নারায়ণ৪:৩৩
৭.""ইয়ে লামহা""সুনিধি চৌহান৪:০৮
৮.""সোল অব চামেলি""(বাদ্যযন্ত্র)৪:০৯

পুরস্কার সম্পাদনা

পুরস্কার বিভাগ মনোনীত ফলাফল সূত্র
এশিয়ান ফেস্টিভাল অব ফার্স্ট ফিল্মস স্বরোভস্কি ট্রফি - শ্রেষ্ঠ চিত্রগ্রহণ অসীম বাজাজ বিজয়ী
ফিল্মফেয়ার পুরস্কার শ্রেষ্ঠ চিত্রগ্রহণ অসীম বাজাজ বিজয়ী [৫]
বিশেষ পুরস্কার কারিনা কাপুর বিজয়ী

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Chameli: Complete Cast and Crew details"বলিউড হাঙ্গামা। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০২২ 
  2. "Movies > Chameli"রেডিফ.কম। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০২২ 
  3. "How Kareena becomes Chameli"রেডিফ.কম। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০২২ 
  4. "Planet-Bollywood - Music Review - Chameli" 
  5. "Filmfare Awards Winners From 1953 to 2021"ফিল্মফেয়ার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০২২ 

বহিঃসংযোগ সম্পাদনা