চাকুয়া ইউনিয়ন
নেত্রকোণা জেলার খালিয়াজুড়ি উপজেলার একটি ইউনিয়ন
চাকুয়া ইউনিয়ন বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের নেত্রকোণা জেলার খালিয়াজুড়ি উপজেলার অন্তর্গত একটি।[১][২]
চাকুয়া | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে চাকুয়া ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°৪১′১২″ উত্তর ৯১°১৪′৩৪″ পূর্ব / ২৪.৬৮৬৬৭° উত্তর ৯১.২৪২৭৮° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ময়মনসিংহ বিভাগ |
জেলা | নেত্রকোণা জেলা |
উপজেলা | খালিয়াজুড়ি উপজেলা ![]() |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট ![]() |
অবস্থান ও সীমানা
সম্পাদনাপ্রশাসনিক এলাকা
সম্পাদনাএর আয়তন ১৮৯৮৭.৯৯ হেক্টর বা ≈ ১৮৯.৮৮ বর্গকিলোমিটার। গ্রাম ১৪টি, ওয়ার্ড ৯টি । [১]
গ্রাম সমুহ
সম্পাদনা- বল্লী
- লেপসিয়া
- শালদীঘা
- ফতুয়া
- চাকুয়া
- ফরিদপুর
- হারারকান্দি
- রানিচাপুর
- ছমিরপুর
- দাউদপুর
- মুকিমপুর
- পাতরা
- হাতিলা
- নুরালীপুর
জনসংখ্যা ও আয়তনে উভয় দিক থেকে সবচেয়ে বড় গ্রাম বল্লী। আবার জনসংখ্যায় সবচেয়ে ছোট গ্রাম ছমিরপুর এবং আয়তনে সবচেয়ে ছোট গ্রাম হাতিলা।শান্তিপূর্ণ গ্রাম হচ্ছে শালদীঘা।
শিক্ষা
সম্পাদনাশিক্ষার হার :
শিক্ষা প্রতিষ্ঠান
- শালদীঘা গোপাল গোপীনাথ সরকারী উচ্চ বিদ্যালয়,শালদীঘা
- খন্দকার আলকাছ উদ্দিন উচ্চ বিদ্যালয়,বল্লী
- লেপসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,লেপসিয়া
- হলি চাইল্ড কিন্ডারগার্টেন,লেপসিয়া
- নতুন কুঁড়ি একাডেমি,বল্লী
- হাজী ওয়াসিম উদ্দিন চাইল্ড কিন্ডার গার্টেন,বল্লী
- বল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়,বল্লী
- দি আইডিয়াল প্রি ক্যাডেট স্কুল,শালদীঘা
- শালদীঘা পাষানময়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়
- রেবেকা মমিন বালিকা উচ্চ বিদ্যালয়,শালদীঘা
- হাজী আব্দুল মালেক এবং আয়মন্নেসা উচ্চ বিদ্যালয়,লেপসিয়া
মাদ্রাসা
- বল্লী হাফিজিয়া মাদ্রাসা,বল্লী
- বল্লী ইবতেদায়ী মাদ্রাসা,বল্লী
- বল্লী মহিলা মাদ্রাসা,বল্লী
- ফতুয়া মহিলা মাদ্রাসা,ফতুয়া
- লেপসিয়া হাফিজিয়া মাদ্রাসা,লেপসিয়া
দর্শনীয় স্থান
সম্পাদনা- লেপসিয়া বাজার
- শালদীঘা সরকারি গোপাল গোপীনাথ উচ্চ বিদ্যালয়।
- পিয়াইন নদী, লেপসিয়া
- লেপসিয়া পশ্চিম শিবির
- চৌতারার হাওর, বল্লী
- মর্ধাপুর বন, বল্লী
- বল্লী ফুটবল ও ক্রিকেট গ্রাউন্ড, বল্লী
নদ-নদী
সম্পাদনা- ধনু নদী
- পিয়াই নদী
খেলাধুলা
সম্পাদনাহাওর এলাকা হয় এখানে প্রায় সব ধরনের খেলাধুলাই হয়। ক্রিকেট এবং ফুটবল এখানে খুবই জনপ্রিয়। ফুটবল একটি সহজ খেলা হওয়ায় এটি সবচেয়ে বেশি খেলা হয়ে থাকে। এছাড়াও বেডমিন্টন, হা-ডু-ডু ও স্থানীয় খেলাধুলা অনেক জনপ্রিয়।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "চাকুয়া ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১৫ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০২০।
- ↑ "খালিয়াজুড়ি উপজেলা"। বাংলাপিডিয়া। ৯ ফেব্রুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০২০।
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |