চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১

বাংলাদেশের গ্রামীণ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহকারী পল্লী বিদ্যুতায়ন বোর্ডের একটি সমিতি

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক পরিচালিত ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে একটি। চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলায় ৩টি জোনাল অফিস, ১টি সাব-জোনাল অফিস এবং ১৩টি অভিযোগ কেন্দ্রের মাধ্যমে বিদ্যুৎ সেবা প্রদান করে থাকে। চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ প্রতিষ্ঠিত হয় ১৯৮০ সালের ২৫ জুন।[][]

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১
চাঁদপুর পবিস-১
নীতিবাক্যগ্রাম পর্যায়ে বিদ্যুৎ পৌঁছানো এবং উন্নয়ন
গঠিত২৫ জুন ১৯৮০; ৪৪ বছর আগে (1980-06-25)
ধরনসরকারি
পেশাগত উপাধি
পল্লী বিদ্যুৎ সমিতি
সদরদপ্তরআলীগঞ্জ, হাজীগঞ্জ, চাঁদপুর
অবস্থান
  • চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১,
যে অঞ্চলে
চাঁদপুর জেলা
পরিষেবাবিদ্যুৎ
দাপ্তরিক ভাষা
বাংলা, ইংরেজি
সম্পৃক্ত সংগঠনবাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড
ওয়েবসাইটpbs1.chandpur.gov.bd

ইতিহাস

সম্পাদনা

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর যাত্রা শুরু হয় ২৫ শে জুন, ১৯৮০ সালে। অত্র সমিতির অধীনে ৩টি উপজেলা, ৩৭টি ইউনিয়ন ও ৫৬৯টি গ্রাম রয়েছে। এর সদর দপ্তর আলীগঞ্জ, হাজীগঞ্জ, চাঁদপুর জেলায় অবস্থিত।[]

জোনাল অফিসসমূহ

সম্পাদনা

অত্র পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন জোনাল অফিস

  • সদর দপ্তর (হাজীগঞ্জ)
  • কচুয়া জোনাল অফিস
  • শাহরাস্তি জোনাল অফিস।

সাব-জোনাল অফিসসমূহ

সম্পাদনা
  • সাচার সাব-জোনাল অফিস

গ্রাহক সংখ্যা

সম্পাদনা

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতায় ৩,৬০,৫১২ জন গ্রাহক রয়েছে। (জুন-২০২৪ খ্রি:পর্যন্ত)

    1. আবাসিক  : ৩,১১,৯০৯ জন
    2. বাণিজ্যিক  : ৩৭,৫০৫ জন
    3. শিল্প  : ৩,০৮৭ জন
    4. সেচ  : ২,৪৩৯ জন
    5. দাতব্য প্রতিষ্ঠান : ৫,২৯১ জন
    6. অন্যান্য  : ২৮১ জন

অন্যান্য তথ্য

সম্পাদনা
  • মোট আয়তন: ৫৮০ বর্গ কিলোমিটার
  • উপজেলা: ০৩ টি (হাজীগঞ্জ, কচুয়া, শাহরাস্তি)
  • সমিতির এলাকা সংখ্যা: ০৭ টি
  • উপকেন্দ্রের সংখ্যা: ০৭ টি
    1. হাজীগঞ্জ-১ (সদর দপ্তর) (৪০ এমভিএ)
    2. হাজীগঞ্জ-২ (বলাখাল) (২০ এমভিএ))
    3. শাহরাস্তি-১ (কালিয়াপাড়া) (২৫ এমভিএ)
    4. শাহরাস্তি-২ (আয়নাতলী) (১০ এমভিএ)
    5. কচুয়া-১ (পলাশপুর) (২০এমভিএ)
    6. কচুয়া-২ (রহিমানগর) (২০ এমভিএ)
    7. কচুয়া-৩ (পালাখাল) (২০ এমভিএ)

অভিযোগ কেন্দ্র: ১৩ টি

সম্পাদনা

হাজীগঞ্জ উপজেলা

সম্পাদনা
  • সদর দপ্তর (০১৭৬৯-৪০০৯১২)
  • চেঙ্গাতলী (০১৭৬৯-৪০০৯১৩)
  • বলাখাল (০১৭৬৯-৪০৭০৯৬)
  • পালিশারা (০১৭৬৯-৪০৭৪৪২)

কচুয়া উপজেলা

সম্পাদনা
  • কচুয়া (০১৭৬৯-৪০০৯১৯)
  • আমুজান (০১৭৬৯-৪০০৯২১)
  • আশরাফপুর (০১৭১৪-১০৫৯৩৬)

সাচার সাব-জোনাল অফিস

সম্পাদনা
  • সাচার (০১৭৬৯-৪০০৯২০)
  • পালাখাল (০১৭৬৯-৪০০৩২৪)

শাহরাস্তি উপজেলা

সম্পাদনা
  • শাহরাস্তি (০১৭৬৯-৪০০৯৩১)
  • চিতোষী (০১৭৬৯-৪০০৯৩২)
  • আয়নাতলী (০১৭৬৯-৪০৭৪৪১)
  • বিজয়পুর (০১৭৬৯-৪০০৯৩৩)

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১,চাঁদপুর"pbs1.chandpur.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৭-২০ 
  2. "বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড"reb.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৭-২০ 

তথ্যসূত্র

সম্পাদনা