চলতি কা নাম গাড়ি
চলতি কা নাম গাড়ি (হিন্দি: चलती का नाम गाड़ी; 'অর্থ' চলার নাম গাড়ি) হচ্ছে ১৯৫৮ সালে মুক্তিপ্রাপ্ত একটি হিন্দি চলচ্চিত্র। হাস্যরসাত্মক ঘরানার এই চলচ্চিত্রটির পরিচালক ছিলেন সত্যেন বসু (বাঙালি)। অভিনয় করেছিলেন তিন বাঙালি ভ্রাতা কিশোর কুমার এবং তার দুই জ্যেষ্ঠ ভাই অশোক কুমার (সর্বজ্যেষ্ঠ) এবং অনুপ কুমার। চলচ্চিত্রটির নায়িকা ছিলেন পঞ্চাশের দশকের খ্যাতিমান সুন্দরী অভিনেত্রী মধুবালা। বাঙালি ব্যক্তি শচীন দেব বর্মণ ছিলেন চলচ্চিত্রটির গানগুলোর সুরকার এবং কিশোর কুমার এবং আরেক বাঙালি মান্না দেকে দিয়ে তিনি গান গাইয়ে ছিলেন।
চলতি কা নাম গাড়ি | |
---|---|
![]() | |
পরিচালক | সত্যেন বসু |
প্রযোজক | অনুপ শর্মা |
শ্রেষ্ঠাংশে | কিশোর কুমার মধুবালা অশোক কুমার অনুপ কুমার |
সুরকার | শচীন দেব বর্মণ |
চিত্রগ্রাহক | অলোক দাশগুপ্ত |
সম্পাদক | আর. এম টিপনিস |
প্রযোজনা কোম্পানি | কে. এস ফিল্মস |
পরিবেশক | মেসার্স ঈশ্বরদাস নাওমল |
মুক্তি |
|
দৈর্ঘ্য | ১৭৩ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
আয় | ₹25 মিলিয়ন (US$ ৩,৩৭,৫১২.৫)[১] |
কিশোর কুমার ভয় পেয়েছিলেন যে চলচ্চত্রটি দর্শক হয়তোবা পছন্দ করবেনা কিন্তু তিনি অবাক হন কারণ দর্শকরা চলচ্চিত্রটির গানগুলো সহ কাহিনীও দারুণ পছন্দ করেছিলো।[২]
গানের তালিকাসম্পাদনা
মজরুহ সুলতানপুরির কথায় গানগুলোর সুর করেছিলেন শচীন দেব বর্মণ[৩] মূলত গানগুলোর জন্যই চলচ্চিত্রটির নাম মানুষ বহু বছর মনে রাখে, এবং কিশোর কুমারের গাওয়া গান কালজয়ী হয়ে যায়।[৪]
# | গান | শিল্পী |
---|---|---|
১ | "বাবু সামঝো ইশারে" | কিশোর কুমার, মান্না দে |
২ | "এক লাড়কি ভিগি ভাগি সি" | কিশোর কুমার |
৩ | "ইন হাথো সে সাব কি গাড়ি" | কিশোর কুমার |
৪ | "হাম থে, ভো থি অর সামা রাঙ্গিন" | কিশোর কুমার |
৫ | "ম্যাঁ সিতারো কা তারানা" | আশা ভোঁসলে, কিশোর কুমার |
৬ | "হাল ক্যাসা হে জানাব কা" | আশা ভোঁসলে, কিশোর কুমার |
৭ | "হাম তুমহারে হে" | আশা ভোঁসলে, সুধা মালহোত্রা |
৮ | "রুক জাও না জি" | আশা ভোঁসলে |
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "Box office 1958"। Box Office India। ২২ সেপ্টেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০১১।
- ↑ Bhattacharya, Roshmila (২৯ জুলাই ২০১৪)। "Kishore Kumar thought 'Chalti Ka Naam Gaadi would flop"। The Times of India। ৯ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মে ২০১৭।
- ↑ "Chalti Ka Naam Gaadi"। JioSaavn। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-০৫।
- ↑ Srinivasan, Karthik (১৩ নভেম্বর ২০১৮)। "How Two Songs In Chalti Ka Naam Gaadi Were Inspired By American Singer Tennessee Ernie Ford"। Film Companion। ১৩ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৮।
বহিঃসংযোগসম্পাদনা
- ইন্টারনেট মুভি ডেটাবেজে চলতি কা নাম গাড়ি (ইংরেজি)