চর শৌলমারী ইউনিয়ন

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার একটি ইউনিয়ন

চর শৌলমারী ইউনিয়ন রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার একটি ইউনিয়ন পরিষদ[১]

চর শৌলমারী ইউনিয়ন
ইউনিয়ন
৬নং চর শৌলমারী ইউনিয়ন পরিষদ
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলাকুড়িগ্রাম জেলা
উপজেলারৌমারী উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
প্রতিষ্ঠা২০১৪ সাল
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৫৬৪০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

নামকরণ সম্পাদনা

চর শৌলমারী মৌজার নাম অনুযায়ী ইউনিয়নের নামকরণ করা হয়।

অবস্থান সম্পাদনা

চর শৌলমারী ইউনিয়নটি রৌমারী উপজেলা সদর থেকে প্রায় ১৪-১৫ কিলোমিটার উত্তরে অবস্থিত। এ ইউনিয়নের পশ্চিমে ব্রহ্মপুত্র নদ ঘেঁষা চিলমারী উপজেলার দুটি ইউনিয়ন অষ্টমীরচর ইউনিয়ননয়ারহাট ইউনিয়ন, উত্তরে উলিপুর উপজেলার সাহেবার আলগা ইউনিয়ন, দক্ষিণে বন্দবেড় ইউনিয়ন এবং পূর্বে দাঁতভাঙ্গা ইউনিয়ন অবস্থিত।

আয়তন সম্পাদনা

জনসংখ্যার উপাত্ত সম্পাদনা

এই ইউনিয়নটি ২০১৪ সালে যাত্রা শুরু করে।ডিসেম্বর ২০২০, ইউপি নির্বাচন তথ্যমতে চরশৌলমারী ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২০ হাজার ৪১ জন।তন্মধ্যে পুরুষ ৯ হাজার ৮৯৭ ও মহিলা ১০ হাজার ১৪৪ জন ভোটার রয়েছে।[তথ্যসূত্র প্রয়োজন]

প্রশাসনিক কাঠামো সম্পাদনা

চর শৌলমারী ইউনিয়ন রৌমারী উপজেলার আওতাধীন ৬নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম রৌমারী থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৮নং নির্বাচনী এলাকা কুড়িগ্রাম-৪ এর অংশ। এটি ৪টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • চর ইটালুকান্দা
  • কাজাইকাটা
  • খড়ানির চর
  • শান্তির চর
  • মীরপাড়া
  • চর কাজাইকাটা
  • ফুলকার চর
  • মশালের চর
  • মিয়ার চর
  • চর শৌলমারী
  • সোনাপুর
  • গেন্দার আলগা
  • চর দৈইখাওয়া
  • কলেজপাড়া
  • ওয়াহেদ নগর
  • পাখীউড়া
  • ঘুঘুমারী
  • সুখেরবাতি
  • খেদাইমারী
  • উত্তরবাগুয়ার চর

শিক্ষা ব্যবস্থা সম্পাদনা

চরশৌলমারী ইউনিয়নের মানুষ অত্যন্ত শিক্ষানুরাগী।এই ইউনিয়নে ৩টি কলেজ,৪টি উচ্চ বিদ্যালয়,১টি দাখিল মাদ্রাসা,৪টি নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয় এবং প্রায় প্রতিটি গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

যোগাযোগ ব্যবস্থা সম্পাদনা

মোটামুটি ভালো।তবে নদী তীরবর্তী ইউনিয়ন হওয়ার কারণে রাস্তাঘাট খুব বেশি দিন স্থায়ী থাকে না।

খাল ও নদী সম্পাদনা

হলহলিয়া নদী ও ব্রহ্মপুত্র নদ উল্লেখযোগ্য।

হাট-বাজার সম্পাদনা

চর শৌলমারী ইউনিয়নে ছোট বড় কয়েকটি হাট বাজার রয়েছে। সেগুলো হলো-

  1. চর শৌলমারী হাট-বাজার
  2. শেখের হাট-বাজার
  3. পাখিউড়া হাট-বাজার
  4. সোনাপুর হাট-বাজার

দর্শনীয় স্থান সম্পাদনা

ব্রক্ষপুত্র নদের বাম তীর, ঘুঘুমারী, মিয়ার চর হলহলিয়া নদী (বিল), পাখীউড়া ব্রীজ উল্লেখযোগ্য।

প্রশাসন সম্পাদনা

এই ইউনিয়নটি ২০১৪ সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। এ পর্যন্ত দুইবার ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ডিসেম্বর ২০২০, ইউপি নির্বাচন তথ্যমতে চরশৌলমারী ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২০ হাজার ৪১ জন। ইউনিয়নটির বর্তমান চেয়ারম্যান সাইদুর রহমান দুলাল।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "রৌমারী উপজেলা"। ২০২১-০৭-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২৪