চর ভৈরবী ইউনিয়ন

চাঁদপুর জেলার হাইমচর উপজেলার একটি ইউনিয়ন

চর ভৈরবী বাংলাদেশের চাঁদপুর জেলার অন্তর্গত হাইমচর উপজেলার একটি ইউনিয়ন

চর ভৈরবী
ইউনিয়ন
৬নং চর ভৈরবী ইউনিয়ন পরিষদ
চর ভৈরবী চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
চর ভৈরবী
চর ভৈরবী
চর ভৈরবী বাংলাদেশ-এ অবস্থিত
চর ভৈরবী
চর ভৈরবী
বাংলাদেশে চর ভৈরবী ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°২′১৮″ উত্তর ৯০°৩৮′২৩″ পূর্ব / ২৩.০৩৮৩৩° উত্তর ৯০.৬৩৯৭২° পূর্ব / 23.03833; 90.63972 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচাঁদপুর জেলা
উপজেলাহাইমচর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
জনসংখ্যা
 • মোট১৪,৫৩৯
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৬৬০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

আয়তন সম্পাদনা

চর ভৈরবী ইউনিয়নের আয়তন ২,৫৬৯ একর।[১]

জনসংখ্যার উপাত্ত সম্পাদনা

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী চর ভৈরবী ইউনিয়নের জনসংখ্যা ১৪,৫৩৯ জন। এর মধ্যে পুরুষ ৭,৩৩৮ জন এবং মহিলা ৭,২০১ জন। মোট পরিবার ৩,৪২০টি।[১]

অবস্থান ও সীমানা সম্পাদনা

হাইমচর উপজেলার সর্ব-দক্ষিণে চর ভৈরবী ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তর-পূর্বে আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়ন, উত্তরে নীলকমল ইউনিয়ন, পশ্চিমে হাইমচর ইউনিয়ন, দক্ষিণ-পশ্চিমে বরিশাল জেলার হিজলা উপজেলার হিজলা গৌরাব্দি ইউনিয়ন এবং পূর্বে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার উত্তর চর আবাবিল ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো সম্পাদনা

চর ভৈরবী ইউনিয়ন হাইমচর উপজেলার আওতাধীন ৬নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম হাইমচর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬২নং নির্বাচনী এলাকা চাঁদপুর-৩ এর অংশ।

শিক্ষা ব্যবস্থা সম্পাদনা

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী চর ভৈরবী ইউনিয়নের সাক্ষরতার হার ৫৪.৫%।[১]

শিক্ষা প্রতিষ্ঠান সম্পাদনা

চরভৈরবী উচ্চ বিদ্যালয়, গাউসুল আজম আদর্শ দাখিল মাদ্রাসা, চরভৈরবী আজিজিয়া আজহারুল উলুম দাখিল মাদ্রাসা, এম জে এস বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ।

যোগাযোগ ব্যবস্থা সম্পাদনা

খাল ও নদী সম্পাদনা

হাট-বাজার সম্পাদনা

চরভৈরবী ইউনিয়নের প্রধান হাট-বাজার গুলো হলো চরভৈরবী লঞ্চঘাট বাজার, গরম বাজার, আমতলী বাজার ইত্যাদি, চরভৈরবী নতুন বাজার।

দর্শনীয় স্থান সম্পাদনা

উল্লেখযোগ্য ব্যক্তি সম্পাদনা

জনপ্রতিনিধি সম্পাদনা

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২০ 

বহিঃসংযোগ সম্পাদনা