চর বিশ্বাস ইউনিয়ন

পটুয়াখালী জেলার অন্তর্গত গলাচিপা উপজেলার একটি ইউনিয়ন

চর বিশ্বাস বাংলাদেশের পটুয়াখালী জেলার অন্তর্গত গলাচিপা উপজেলার একটি ইউনিয়ন

চর বিশ্বাস
ইউনিয়ন
১২নং চর বিশ্বাস ইউনিয়ন পরিষদ
দেশবাংলাদেশ
বিভাগবরিশাল বিভাগ
জেলাপটুয়াখালী জেলা
উপজেলাগলাচিপা উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
 • মোট৩,৮০৭ হেক্টর (৯,৪০৮ একর)
জনসংখ্যা
 • মোট২০,১৫৫
 • জনঘনত্ব৫৩০/বর্গকিমি (১,৪০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
১০ ৭৮ ৫৭ ৩৭
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

চর বিশ্বাস ইউনিয়ন গলাচিপা উপজেলা সম্পাদনা

আমাদের ১২ নং চরবিশ্বাস ইউনিয়ন বরিশাল বিভাগেপটুয়াখালী জেলাগলাচিপা থানায় অবস্থিত।প্রাকৃতিক সৌন্দর্যময় কিছু গ্রাম নিয়ে আমাদের চরবিশ্বাস গঠিত।এর পূর্বে তেঁতুলিয়া নদী দক্ষিণে চরমোন্তাজ ইউনিয়ন পশ্চিমে বুড়াগৌরাঙ্গ নদী এবং উত্তরে চর কাজল ইউনিয়ন।এর ভৌগোলিক অবস্থান ৯০.৫২ পূর্ব দ্রাঘিমাংশ ২২.০৪ডিগ্রী উত্তর অক্ষাংশ।

চরবিশ্বাস ইউনিয়নটি থানা সদর থেকে ২০ কিমি দূরে দক্ষিণ -পূর্বে অবস্থিত একটি বিচ্ছিন্ন দ্বীপ ইউনিয়ন।বিভিন্নপ্রাকৃতিক দূর্যোগ,দু:খ-দারিদ্র্য,ক্ষুধা,স্বাস্থ্যঝুঁকি জয় করে শিক্ষার আলোয় উন্নতির পথে এই প্রিয় চরবিশ্বাস। হাজার মাইল দূরের মানুষের কাছেও আজ ডাকসু ভিপি নুরুল হক নুরের কারনে পরিচিতি পেয়েছে আমাদের এই প্রিয় চরবিশ্বাস ইউনিয়নটি।

ইউনিয়নের অন্তর্ভুক্ত গ্রাম সমূহ সম্পাদনা

  • চর বিশ্বাস
  • চর আগস্তী
  • চর বাংলা
  • চর মায়া
  • চর মহিউদ্দিন

চরবিশ্বাস ইউনিয়নের তথ্য সম্পাদনা

আয়তন৫৩০বর্গকিমি,জনসংখ্যা

২৭৫৯৫ জন,মোট ভোটার-প্রায় ১৯৪৬৩জন,,শিক্ষার হার ৭০ শতাংশ,এক ফসলি জমি ২৩৬৫ একর,দোফসলি জমি ১৬৫০ একর। হাট-বাজার ৬টি।সাইক্লোন সেন্টার ১টি।বেসরকারি ব্যাংক ৪টি।

শিক্ষা সম্পাদনা

•ডিগ্রী কলেজ ১টি।

•৯টি ওয়ার্ডে প্রাথমিক বিদ্যালয় ১০টি।

•নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ০১টি।

•মাধ্যমিক বিদ্যালয় ০১ টি।

•কলেজিয়েট স্কুল ০১টি।

•দাখিল মাদ্রাসা ০৩ টি।

•এবতেদায়ী মাদ্রাসা ০৪ টি।

•কিন্ডারগার্টেন ০২টি

•কওমি মাদ্রাসা ৪টি,

•নূরানি মাদ্রাসা ৪টি,

•মহিলা মাদ্রাসা ৩টি।

•মসজিদ ৭০ টি।

•মন্দির ০২ টি।

•প্রতিবন্ধী স্কুল ০১ টি।

এ অঞ্চলে শিক্ষা প্রসারের অগ্রদূত মরহুম মু.ইসমাইল মিয়া। এছাড়াও কে আলী পরিবার,লুৎফর রহমান গাজী,গাজী ছিদ্দিকুর রহমাম,মাওলানা আবদুল মান্নান উল্লেখযোগ্য।

সামাজিক প্রতিষ্ঠান: চর বিশ্বাস যুববন্ধন সমিতি, আমগাছিয়া বন্ধু মহল

উল্লখযোগ্য ব্যক্তিত্ব সম্পাদনা

  • নুরুল হক নুর (সাবেক ডাকসু ভিপি),
  • আলহাজ্ব গোলাম মোস্তফা (শিল্পপতি, বিএনপি নেতা)

দর্শনীয় স্থান সম্পাদনা

চরবিশ্বাস বাজার পুকুর, সোলার পওয়ার প্লান্ট,জনতা মাধ্যমিক খেলার মাঠ,কে.আলী কলেজ,আমগাছিয়া বেড়িবাঁধ, ৮নং ওয়ার্ড নদীর পাড়, কে.আলী কৃষি খামার।

কৃষি পণ্য: সম্পাদনা

ধান,তরমুজ,ডাল,মরিচ,ডাব,তাল,পান,সুুপারি,হাঁস,মুরগিগবাদিপশু পালন উল্লেখযোগ্য।

পেশা সম্পাদনা

এ এলাকার বেশিরভাগ মানুষ ই কৃষক, তাছাড়াও রয়েছে শিক্ষক,জেলে,কামার,ব্যবসায়ী,মটর সাইকেল চালক।ধান,তরমুজ,সমুদ্র হতে মৎস্য আহরণে বেশি আয় করে।

খেলাধুলা সম্পাদনা

ফুলটবল, ক্রিকেট, ব্যাটমিন্টন, ভলিবল, দাবা,ক্যারাম।

সম্ভাবনা: সম্পাদনা

২০২১ সালের মধ্যে প্রতি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে যাবে। বিদ্যুৎ ব্যবহার করে এ অঞ্চলে ক্ষুদ্র শিল্পের বিকাশ ঘটবে। এছাড়াও এ এলাকার দক্ষিণে সোনার চরের সাথে একটি বিশাল পর্যটন নগরী গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে।উপকূলীয় সবুজ বেষ্টনী প্রাকৃতিক সৌন্দর্যকে আরও মোহিত করেছে।

আয়তন সম্পাদনা

চর বিশ্বাস ইউনিয়নের আয়তন ৯,৪০৮ একর।[১]

প্রশাসনিক কাঠামো সম্পাদনা

চর বিশ্বাস ইউনিয়ন গলাচিপা উপজেলার আওতাধীন ১২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম গলাচিপা থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ১১৩নং নির্বাচনী এলাকা পটুয়াখালী-৩ এর অংশ।

জনসংখ্যার উপাত্ত সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী চর বিশ্বাস ইউনিয়নের মোট জনসংখ্যা ২০,১৫৫ জন। এর মধ্যে পুরুষ ১০,১৯৬ জন এবং মহিলা ৯,৯৫৯ জন। মোট পরিবার ৪,১৮৮টি।[১]

শিক্ষা সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী চর বিশ্বাস ইউনিয়নের সাক্ষরতার হার ৪১%।[১]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০১৯ 

বহিঃসংযোগ সম্পাদনা