চর এলাহী ইউনিয়ন

নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন

চর এলাহী (ইংরেজী: Char Elahi) বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত কোম্পানীগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন

চর এলাহী
ইউনিয়ন
৮নং চর এলাহী ইউনিয়ন পরিষদ
চর এলাহী চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
চর এলাহী
চর এলাহী
চর এলাহী বাংলাদেশ-এ অবস্থিত
চর এলাহী
চর এলাহী
বাংলাদেশে চর এলাহী ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৪৪′১″ উত্তর ৯১°১৩′৩৫″ পূর্ব / ২২.৭৩৩৬১° উত্তর ৯১.২২৬৩৯° পূর্ব / 22.73361; 91.22639 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলানোয়াখালী জেলা
উপজেলাকোম্পানীগঞ্জ উপজেলা, নোয়াখালী উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
 • মোট১৮২.৯৭ বর্গকিমি (৭০.৬৫ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট২৭,৪৫০
 • জনঘনত্ব১৫০/বর্গকিমি (৩৯০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট২৫.৫%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৮৫০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

আয়তন সম্পাদনা

চর এলাহী ইউনিয়নের আয়তন ১৮২.৯৭ বর্গ কিলোমিটার।

জনসংখ্যা সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী চর এলাহী ইউনিয়নের জনসংখ্যা ২৭,৪৫০ জন।

অবস্থান ও সীমানা সম্পাদনা

কোম্পানীগঞ্জ উপজেলার সর্ব-দক্ষিণে চর এলাহী ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে সন্দ্বীপ চ্যানেল, মুছাপুর ইউনিয়ন, চর ফকিরা ইউনিয়ন, কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নঘোষবাগ ইউনিয়ন; পশ্চিমে নোয়াখালী সদর উপজেলার নোয়াখালী ইউনিয়ন; দক্ষিণে সুবর্ণচর উপজেলার চর ক্লার্ক ইউনিয়ন এবং পূর্বে চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার উড়িরচর ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো সম্পাদনা

চর এলাহী ইউনিয়ন কোম্পানীগঞ্জ উপজেলার আওতাধীন ৮নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম কোম্পানীগঞ্জ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭২নং নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • চর বালুয়া
  • চর এলাহী
  • দক্ষিণ চর এলাহী
  • চর যাত্রা
  • চর কলমী
  • চর লেংটা
  • গাংচিল
  • চর উমেদ
  • পূর্ব চর লেংটা
  • চর রমজান

শিক্ষা ব্যবস্থা সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী চর এলাহী ইউনিয়নের স্বাক্ষরতার হার ২৫.৫%।[১] এ ইউনিয়নে ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি মাদরাসা এবং ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান সম্পাদনা

প্রাথমিক বিদ্যালয়[২]

  • চরলেংটা রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর চর লেংটা রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  • আশারহাট রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম গাংচিল রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পূর্ব গাংচিল রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  • আশারহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়
  • চর এলাহী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • চরযাত্রা রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ গাংচিল আশ্রয়ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • চরকলমী হাবিব উল্যাহ দরবেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়

দাখিল মাদ্রাসা

  • চর এলাহী ইসলামিয়া দাখিল মাদ্রাসা
  • গাংচিল রহমানীয়া দাখিল মাদ্রাসা

যোগাযোগ ব্যবস্থা সম্পাদনা

কোম্পানীগঞ্জ উপজেলা থেকে সিএনজি যোগে চাপরাশিরহাট এসে সেখান থেকে সিএনজি যোগে চর এলাহী ইউপি কমপ্লেক্সে আসা যাবে।

নোয়াখালী (সদর) শহর (সোনাপুর) থেকে সিএনজি যোগে ইউপি কমপ্লেক্সে আসা যাবে।

খাল ও নদী সম্পাদনা

খাল ও নদীর তালিকা[৩]

  • চরলেংটা ছোট ফেনী শাখা নদী
  • চর এলাহী কাটা খাল
  • মহিষমারা খাল
  • গাংচিল খাল
  • চরলেংটা খাল

উল্লেখযোগ্য মসজিদ সম্পাদনা

  • চর এলাহী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ
  • কিল্লার বাজার কেন্দ্রীয় জামে মসজিদ
  • গাংচিল বাজার কেন্দ্রীয় জামে মসজিদ

হাট-বাজার সম্পাদনা

  • চর এলাহী বাজার
  • নারকেল ব্যপারীর দোকান
  • বাদামতলী বাজার
  • চর এলাহী চৌরাস্তা
  • চর মণ্ডলিয়ার একাংশ
  • গাংচিল বাজার
  • ভেন্ডরের দোকান
  • চর এলাহী ঘাট
  • উরির চরের একাংশ
  • চান্দু মার্কেট
  • চৌরাস্তা বাজার
  • কিল্লার বাজার
  • হাসিম বাজার
  • বাতের দোকান

দর্শনীয় স্থান সম্পাদনা

  • চর বালুয়া ফরেস্ট[৪]
  • সাদেক মমিয়ার প্রজেক্ট
  • চর এলাহী ঘাট

জনপ্রতিনিধি সম্পাদনা

বর্তমান পরিষদ[৫]

নাম পদবি নির্বাচিত এলাকা
আবদুর রাজ্জাক[৬] চেয়ারম্যান চর এলাহী ইউনিয়ন
মোঃ মোস্তাফিজুর রহমান সাধারণ সদস্য ০১নং ওয়ার্ড
মোঃ ইউছুফ সাধারণ সদস্য ০২নং ওয়ার্ড
আবদুল জলিল সাধারণ সদস্য ০৩নং ওয়ার্ড
মোঃ বাহার উদ্দিন সাধারণ সদস্য ০৪নং ওয়ার্ড
মোঃ ইউসুফ সাধারণ সদস্য ০৫নং ওয়ার্ড
মোঃ আবুল কাশেম সাধারণ সদস্য ০৬নং ওয়ার্ড
আবদুল গণি সাধারণ সদস্য ০৭নং ওয়ার্ড
আবদুল হক সাধারণ সদস্য ০৮নং ওয়ার্ড
মোঃ ইসমাইল সাধারণ সদস্য ০৯নং ওয়ার্ড
নাছিমা বেগম সংরক্ষিত মহিলা সদস্য ০১, ০২ ও ০৩নং ওয়ার্ড
মায়া আক্তার সংরক্ষিত মহিলা সদস্য ০৪, ০৫ ও ০৬নং ওয়ার্ড
মায়া ধনী সংরক্ষিত মহিলা সদস্য ০৬, ০৭ ও ০৯নং ওয়ার্ড

প্রাক্তন চেয়ারম্যানগণের তালিকা[৭]

ক্রম নং চেয়ারম্যানের নাম সময়কাল
০১ তাজুল ইসলাম ১৯৯২–১৯৯৮
০২ মহরম আলী ১৯৯৮–২০০৩
০৩ ইদ্রিছ মিয়া ২০০৩–২০১১
০৪ আবদুল তোতা ২০১১–২০১৬
০৫ আবদুর রাজ্জাক ২০১৬–বর্তমান

আরো দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "কমিউনিটি সিরিজ (নোয়াখালী), বিবিএস" (পিডিএফ)bbs.gov.bd। ২০২২-০৯-২৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭ 
  2. "প্রাথমিক বিদ্যালয়সমূহ, চর এলাহী ইউনিয়ন"dpe.gov.bd। ২০২২-০৯-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭ 
  3. "খাল ও নদী, চর এলাহী ইউনিয়ন"charelahiup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭ 
  4. "চর বালুয়া ফরেস্ট, চর এলাহী ইউনিয়ন"charelahiup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭ 
  5. "বর্তমান পরিষদ, চর এলাহী ইউনিয়ন"charelahiup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭ 
  6. "চেয়ারম্যান, চর এলাহী ইউনিয়ন"charelahiup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭ 
  7. "প্রাক্তন চেয়ারম্যানবৃন্দ, চর এলাহী ইউনিয়ন"charelahiup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭ 

বহিঃসংযোগ সম্পাদনা