চর অষ্টধর ইউনিয়ন

শেরপুর জেলার নকলা উপজেলার একটি ইউনিয়ন

৮নং চর অষ্টধর ইউনিয়ন বাংলাদেশের শেরপুর জেলার নকলা উপজেলার একটি ইউনিয়ন।[১]

অবস্থান সম্পাদনা

এটি নকলা উপজেলার একটি ইউনিয়ন। এই এলাকার উপর দিয়ে বয়ে চলছে পুরাতন ব্রহ্মপুত্র নদ। পশে চন্দ্রকোনা, পাঠাকাটা রামভদ্রপুর,অষ্টধর পিয়ারপুর,নরুন্দি ইউনিয়ন অবস্থিত।

পেশা সম্পাদনা

এই ইউনিয়নের বাসিন্দারা বেশিরভাগ ক্ষেত্রেই কৃষি, সরকারি-বেসরকারি, খামারীর ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করেন।

শিক্ষা সম্পাদনা

এই ইউনিয়নে শিক্ষার গড় হার ৪৪.৮০%; পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৪৬.৩০% এবং মহিলাদের মধ্যে ৪২.৫০%(আনুমানিক)

  • মাধ্যমিক বিদ্যালয় - ৪টি, এর মধ্যে কাজাইকাটা উচ্চ বিদ্যালয়, নারায়াণখোলা উচ্চ বিদ্যালয়,নারায়ণ খোলা দক্ষিণ আদর্শ উচ্চ বিদ্যালয়
  • প্রাথমিক বিদ্যালয় - ১৭টি,
  • মাদ্রাসা - ১২টি।

স্বাস্থ্য সম্পাদনা

এখানে রয়েছে একটি ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স।

যোগাযোগ ব্যবস্থা সম্পাদনা

এখানকার যোগাযোগ ব্যবস্থা মোটামুটি ভালো, ঢাকা মহাখালী হতে বাস দিয়ে ময়মনসিংহ ফুলপুর,তারাকান্দা নকলা হয়ে আসা যায়। অপরদিকে ঢাকা কমলাপুর ও জামালপুর জেলা থেকে রেলপথে পিয়ার পুর রেলস্টেশন থেকে ডিঙ্গি নৌকায় ব্রম্মপুত্র নদ পার হয়ে স্বল্প সময়ে আসা যায়।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "চরঅষ্টধর ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০২০